সঙ্কটমুক্ত বুদ্ধবাবু, সোম বা মঙ্গলেই মিলতে পারে হাসপাতাল থেকে ছুটি

তিনি নিজেই চিকিত্সকদের জানিয়েছেন যে, হাসপাতালে তিনি আর বেশিদিন থাকতে চান না। 

Updated By: Dec 12, 2020, 12:25 PM IST
সঙ্কটমুক্ত বুদ্ধবাবু, সোম বা মঙ্গলেই মিলতে পারে হাসপাতাল থেকে ছুটি

নিজস্ব প্রতিবেদন : দুশ্চিন্তা, উদ্বেগের অবসান। অনেকটা ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সঙ্কট কাটিয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে এখন কথা বলছেন তিনি। সম্ভবত, সোম অথবা মঙ্গলবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা এখন ৯৪ শতাংশ। গতকাল রাতে ভালো ঘুমিয়েছেন। তাঁর আচ্ছন্নভাব কেটে গিয়েছে। পূর্ণ মাত্রায় জ্ঞান রয়েছে। তিনি এখন কথা বলছেন। রক্তচাপ ও নাড়ির গতি স্থিতিশীল। 

যদিও এখনও তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। তবে শিগগিরই রাইলস টিউব খুলে নেওয়া হবে। আজ ক্যাথিটার খুলে নেওয়া হতে পারে। পাশাপাশি আজ কিছু রুটিন রক্তপরীক্ষা আবার করা হবে। চোখের সমস‍্যাটার জন‍্য‌ও ডাক্তাররা আজ দেখবেন।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের কাছে নিজের শারীরিক সমস্যার কথা নিজেই বলছেন বুদ্ধবাবু। তিনি নিজেই চিকিত্সকদের জানিয়েছেন যে, হাসপাতালে তিনি আর বেশিদিন থাকতে চান না। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন চিকিত্সকরা।

আরও পড়ুন, 

এটা ট্র্যাডিশন ছিল না; কিন্তু অশিষ্ট কোন্দলই এখন বাংলার রাজনৈতিক বিতণ্ডার ট্যাগমার্ক  

চাড্ডা, নাড্ডা, ফাড্ডা গাল দিচ্ছেন, BJP-র উপরে হামলায় মমতাকে নিশানা বিমানের

.