যাদবপুর বিদ্যাপীঠে সমস্যা মেটাতে উদ্যোগী শিক্ষামন্ত্রী
অবশেষে যাদবপুর বিদ্যাপীঠের ভর্তি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ বিকেল চারটের সময় যাদবপুর বিদ্যাপীঠের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী।
Updated By: Dec 21, 2011, 04:23 PM IST
অবশেষে যাদবপুর বিদ্যাপীঠের ভর্তি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ বিকেল চারটের সময় যাদবপুর বিদ্যাপীঠের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী নিজে চাইছেন প্রাথমিকের ছাত্রছাত্রীদের সরাসরি পঞ্চম শ্রেনিতে ভর্তি করা হোক। কিন্তু শিক্ষামন্ত্রীর ইচ্ছা মানতে গেলে বিদ্যাপীঠ কর্তৃপক্ষকে অমান্য করেত হবে হাইকোর্টের রায়। ফলে ঠিক কোন পদক্ষেপ গ্রহন করা হবে সে বিষয়ে আলোচনা হবে বৈঠকে। সরকারের বিভিন্ন নির্দেশিকা ঘিরে যে বিভ্রান্তি সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে।