শারদীয়া উত্সবকে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ রাজ্য সরকারের

শারদীয়া উত্সবকে বিশ্বের দরবারে তুলে ধরতে নতুন করে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ রাজ্য সরকারের। সেই লক্ষ্যেই বিসর্জনের আগে আজ চোখ ধাঁধানো শোভাযাত্রা হবে রেড রোডে। থাকবে বাছাই করা উনচল্লিশটি দুর্গা প্রতিমা। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলবে। শোভাযাত্রা শুরু হবে ফোর্ট উইলিয়মের সামনে থেকে।

Updated By: Oct 14, 2016, 09:33 AM IST
শারদীয়া উত্সবকে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক: শারদীয়া উত্সবকে বিশ্বের দরবারে তুলে ধরতে নতুন করে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ রাজ্য সরকারের। সেই লক্ষ্যেই বিসর্জনের আগে আজ চোখ ধাঁধানো শোভাযাত্রা হবে রেড রোডে। থাকবে বাছাই করা উনচল্লিশটি দুর্গা প্রতিমা। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলবে। শোভাযাত্রা শুরু হবে ফোর্ট উইলিয়মের সামনে থেকে।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

তার আগে দুপুর আড়াইটের মধ্যে বঙ্গবাসী মাঠে সব প্রতিমা নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শোভাযাত্রায় পুজো কমিটি পিছু ১০০জন করে থাকতে পারবেন। ছোট পুজোর ক্ষেত্রে ৩টি গাড়ি অংশ নিতে পারবে। বড় প্রতিমার ক্ষেত্রে ৫টি করে গাড়ি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন  সরকারের অনুমান আজ রেড রোডে ৫০ হাজারের বেশি দর্শক আসবেন

.