প্রজাতন্ত্র দিবসে জাতীয় প্রতীকের অবমাননা বইমেলায়

২৬ জানুয়ারি ছুটির দিন হওয়ায় বহু মানুষেরই গন্তব্য ছিল বইমেলা। বড় বড় স্টলের পাশাপাশি উত্‍‍সাহ ছিল ছোট স্টলগুলিতেও। প্রজাতন্ত্র দিবসে বইমেলায় আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

Updated By: Jan 26, 2012, 07:04 PM IST

২৬ জানুয়ারি ছুটির দিন হওয়ায় বহু মানুষেরই গন্তব্য ছিল বইমেলা।  বড় বড় স্টলের পাশাপাশি উত্‍‍সাহ ছিল ছোট স্টলগুলিতেও। প্রজাতন্ত্র দিবসে বইমেলায় আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

অন্যদিকে এই দিনটিকে স্মরণ করতে বইমেলায় নেওয়া হয়েছে অভিনব ব্যবস্থা। অশোক স্তম্ভের ছাপ দেওয়া জলের পাউচ তুলে দেওয়া হচ্ছে মেলায় আসা বইপ্রেমীদের। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেই জলের পাউচ নিয়েই। জল খাওয়ার পর পাউচ ফেলে দেওয়া হচ্ছে মাটিতে। তারপর অশোক স্তম্ভের ছাপ দেওয়া সেই পাউচ মাড়িয়ে যাচ্ছেন বহু মানুষ। ফলে অভিযোগ উঠেছে জাতীয় প্রতীক অবমাননার। প্রশ্ন উঠেছে জলের পাউচে অশোক স্তম্ভের ছাপ দেওয়ার পরিকল্পনা কার? কাদের জন্য প্রজাতন্ত্র দিবসের দিনই এভাবে জাতীয় প্রতীকের অবমাননা হল?

.