হাইকোর্টে বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগে উদ্ধার হল মামলার নথি

তিনতলার একটি ঘরের সামনে থেকে উদ্ধার হয় ব্যাগটি। তিনতলার বিভিন্ন ঘরে তখন বিভিন্ন মামলার শুনানি চলছিল।

Updated By: Feb 16, 2018, 01:38 PM IST
হাইকোর্টে বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগে উদ্ধার হল মামলার নথি

নিজস্ব প্রতিবেদন : একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের তিনতলার একটি ঘরের সামনে থেকে উদ্ধার হয় ব্যাগটি। তারপরই ওই ব্যাগটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টা নাগাদ তিনতলায় কোর্ট অফিসারদের ঘরের সামনে একটি বেঞ্চের উপর ব্যাগটি প্রথম পড়ে থাকতে দেখেন এক হাইকোর্ট কর্মী। দীর্ঘক্ষণ ধরেও ওই ব্যাগের কোনও মালিকানা খুঁজে না পাওয়া যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাইকোর্টে। সেইসময় তিনতলায় তখন ভরা এজলাস। তিনতলার বিভিন্ন ঘরে তখন বিভিন্ন মামলার শুনানি চলছিল।

এরপরই ব্যাগ সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলেন হাইকোর্টে ডিউটিরত পুলিস কর্মীরা। খবর দেওয়া হয় বম স্কোয়াডে। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন হাইকোর্টের কর্মীরা। বম স্কোয়াডের কর্মীরা এসে অবশ্য ওই ব্যাগ থেকে বেশকিছু মামলার নথি উদ্ধার করেন।

আরও পড়ুন, রাজ্যজুড়ে রেল অবরোধে ভোগান্তি, সিউড়িতে ধুন্ধুমার

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও মামলাকারী ভুলবশত ব্যাগটি ওই জায়গায় ফেলে রেখে যান। এদিকে এই ঘটনায় দিনের ব্যস্ত সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালতে।

.