চুরমার দরজা, বেলেঘাটার এটিএমের ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

শহর কলকাতায় এটিএমের ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। বেলেঘাটার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ঘটনা। বুধবার দুপুরে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে ভরতি করা হয় ওই ব্যক্তিকে।  হাসপাতাল সূত্রে খবর ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Sep 30, 2020, 07:26 PM IST
চুরমার দরজা, বেলেঘাটার এটিএমের ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
বুধবার দুপুরে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে ভরতি করা হয় ওই ব্যক্তিকে।

শহর কলকাতায় এটিএমের ভিতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। বেলেঘাটার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ঘটনা। বুধবার দুপুরে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে ভরতি করা হয় ওই ব্যক্তিকে।  হাসপাতাল সূত্রে খবর ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ব্যক্তির খোঁজ খবর চালিয়ে তাঁর ছেলের সন্ধান পেয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।  

আরও পড়ুন : শহরে নতুন অ্য়াপ ক্য়াব, বৃষ্টি বাদলে বাড়বে না ভাড়া

জানা গিয়েছে, ছেলের সঙ্গে বাবার মাঝে মধ্যেই ঝামেলা হতো। কিন্তু ওই ব্যাক্তিকে হত্যা করছে, সে সময় কোনও প্রতক্ষদর্শী ছিল না। ক্ষতিয়ে দেখা হচ্ছে এটিএমের সিসিটিভি ফুটেজ।  

প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, ব্যক্তির নাম মহম্মদ জাফার আলি। বয়স ৩৪। জানা যাচ্ছে, মদ্যপ অবস্থায় এটিএম-অ প্রবেশ করেছিলেন তিনি। লাথি মেরে এটিএম-এর কাঁচ ভেঙে ফেলে ও মাটিতে জ্ঞান হারিয়ে পরে যান ওই ব্যক্তি।

.