কী চান বঙ্গবাসী? 'লক্ষ্য সোনার বাংলা' নিয়ে 'দুয়ারে দুয়ারে' BJP

এ দিন সাংবাদিক বৈঠকে 'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচি ঘোষণা করল বিজেপি।

Updated By: Dec 30, 2020, 08:16 PM IST
কী চান বঙ্গবাসী? 'লক্ষ্য সোনার বাংলা' নিয়ে 'দুয়ারে দুয়ারে' BJP

নিজস্ব প্রতিবেদন: সোনার বাংলা গড়ার ডাক দিয়েছে বিজেপি (BJP)। বোলপুরের (Bolpur) রোড শোয়ে অমিত শাহ (Amit Shah) প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন,'৫টা বছর দিন। সোনার বাংলা গড়ে দেব।' কীভাবে হবে সোনার বাংলা? তার হদিশ পেতেই এবার দুয়ারে দুয়ারে যাচ্ছে বিজেপি। বুধবার 'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচির ঘোষণা করল তারা। ২৯৪ কেন্দ্রে সাধারণ মানুষের কাছে পৌঁছবে গেরুয়া শিবিরের বিশেষ দল।     

এ দিন সাংবাদিক বৈঠকে 'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচি ঘোষণা করেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও রন্তিদেব সেনগুপ্ত। স্বপন দাশগুপ্ত জানান, ১০টি বিষয় নিয়ে এই 'লক্ষ্য সোনার বাংলা' কর্মসূচি। সেগুলি হল- সুশাসন, অর্থনীতি, দারিদ্র, কৃষকদের উন্নয়ন, পরিকাঠামো, যুব সমাজের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, সবকা সাথ সবকা বিকাশ, সাংস্কৃতিক উত্তরণ ও শিক্ষার নতুন দিশা। ৪০টি দল পৌঁছে যাবে ২৯৪টি কেন্দ্রে। জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে। সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছ থেকে চাওয়া হবে মতামত।         

অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন,'মানুষের কাছে ইতিবাচক বার্তা নিয়ে যাব। জানতে চাইব তাঁরা কী চান।' হাওড়ার বিজেপির প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর কথায়,'নেতিবাচক রাজনীতি করতে চাই না। বিভিন্ন শ্রেণির মানুষের কাছে পৌঁছব। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা কী ভাবছি সেটা তুলে ধরব। এর পাশাপাশি আমরাও তাঁদের ভাবনা জানব।' বুদ্ধিজীবীরা কি সাড়া দেবেন? বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন,'ব্র্যান্ডেড বুদ্ধিজীবীদের সমর্থন আশা করি না। তাঁদের বাইরেও সুশীল সমাজ আছে। তাঁরা নীরব ভোটার। আমাদের সঙ্গে রয়েছেন। তাঁদের কাছে পৌঁছনোই লক্ষ্য।'

দুয়ারে দুয়ারে সরকার হোক বা পাড়ায় পাড়ায় সমাধান- জনসংযোগে তৃণমূলস্তরে পৌঁছে যাচ্ছে শাসক দল। কর্মসংস্থান, স্বাস্থ্যের মতো ইস্যু নিয়ে পাল্টা ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, ২০০টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। কিন্তু শুধুমাত্র শাসক বিরোধী ভোটে সেই লক্ষ্য পার করা সম্ভব নয়। বিজেপির পক্ষে ভোটও দরকার। সেজন্য দরকার সুস্পষ্ট নীতির। সেই কাজেই নেমেছেন স্বপন দাশগুপ্তরা।  

আরও পড়ুন- বাম আমলে ৩৪ বছরে ৩৪ বার রাজ্যপাল বদল চেয়েছেন Mamata, কোনওবারই হয়নি: Mukul      

.