দ্বিতীয় স্ট্রেন সনাক্ত হওয়ার পর বর্ষবরণে সব ধরনের উল্লাস পরিহার করুন: Nabanna

করোনা পরিস্থিতির মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে নতুন স্ট্রেন।

Updated By: Dec 30, 2020, 07:12 PM IST
দ্বিতীয় স্ট্রেন সনাক্ত হওয়ার পর বর্ষবরণে সব ধরনের উল্লাস পরিহার করুন: Nabanna

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিকে সংযতভাবে বর্ষবরণ করুন। রাজ্যবাসীকে স্মরণ করাল সরকার। এ দিন নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন,'অনেক জায়গায় বর্ষবরণের উদযাপন হয়। এবার তা শান্ত ও সংযতভাবে হোক। নিরাপদভাবে হোক। সর্বত্র সতর্ক থাকুন।'

করোনা পরিস্থিতির মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে নতুন স্ট্রেন। ব্রিটেনের নতুন প্রজাতির কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে কলকাতায় এক যুবকের শরীরে। ব্রিটেন থেকে সম্প্রতি ফিরেছিলেন তিনি। এই পরিস্থিতিতে বছরের শেষ ও প্রথম দিনে পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ইকো পার্কে ভিড় নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যেই এসেছে কেন্দ্রের নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে, এক মাসে আগেও যাঁরা ইংল্যান্ড থেকে ফিরেছেন, তাঁদের উপরও নজরদারি চালাতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেও পাঠিয়ে দিতে হবে আইসোলেশন সেন্টারে।

এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন,'ট্রাফিক বুথকে সহায়তা ক্যাম্পে পরিবর্তন করা হবে। সবাই মাস্ক পরে আসবেন। শান্ত থেকে জটলা না করে উদযাপন করাই শ্রেয়। দ্বিতীয় স্ট্রেন সনাক্ত হওয়ার পর সব ধরনের উল্লাস পরিহার করুন। সবাইকে সতর্ক থাকতে হবে। স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা রয়েছে।'    

বলে রাখি, পার্কস্ট্রিট তো বটেই, এবার বর্ষবরণের রাতে যাতে কলকাতা বা রাজ্যের কোথাও যাতে মাত্রারিক্ত ভিড় না হয়, তা সুনিশ্চিত করতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বলা হয়েছে, চেকপোস্ট বসিয়ে চালাতে হবে নজরদারি। সকলকেই মাস্ক এবং স্যানিটাউজার ব্যবহার করতে হবে। 

আরও পড়ুন- High Court-র নির্দেশ-কেন্দ্রের চিঠি, বর্ষবরণে Parkstreet-এ কড়া নজর পুলিসের

 

.