শুক্রে সম্ভবত কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা বাম-তৃণমূলের, হাইকোর্ট-ভরসায় BJP
কলকাতা পুরভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর অর্থাৎ বুধবার। সূত্রের খবর, শুক্রবার প্রার্থিতালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস।
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় ১৯ ডিসেম্বর হতে চলেছে পুরভোট। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণায় আপত্তি তুলল বিজেপি। শুক্রবার তৃণমূল ও বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বলে খবর। তবে বিজেপি এখন হাইকোর্টের মুখাপেক্ষী। রাজ্যের প্রধান বিরোধী দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, পুরো প্রক্রিয়া আদালতের নজরদারিতে চলছিল। তখন একতরফাভাবে পুরভোট ঘোষণা করে দিতে পারে না রাজ্য নির্বাচন কমিশন?
কলকাতা পুরভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর অর্থাৎ বুধবার। সূত্রের খবর, শুক্রবার প্রার্থী ঘোষণা করে দিতে পারে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি চেয়ে রয়েছে হাইকোর্টের দিকে। শুনানি সোমবার। ফলে ওই দিন রায় পক্ষে না গেলে দু'দিনের মধ্যে গেরুয়া শিবিরের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। যা বেশ কষ্টসাধ্য! তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন শমীক। তাঁর কথায়,''বিজেপি কোর্টেও যাবে, ভোটেও থাকবে। নির্বাচন এড়িয়ে যাব না।''
রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। শমীক বলেন,''হাইকোর্ট আমাদের মামলা গ্রহণ করেছে। বক্তব্য শুনেছে। অথচ একতরফাভাবে নির্বাচন ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। ২৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছি। রাজ্যে সঠিক সময়ে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। সব পুরভোটও সময়ে হোক। বিচ্ছিন্নভাবে কলকাতা পুরসভায় কেন হঠাৎ ভোট হবে?''
কলকাতা পুরভোটের জন্য বিজেপি কি প্রস্তুত? উঠছে প্রশ্ন। ফিরহাদ হাকিম বলেন,''বিজেপি আত্মবিশ্বাস হারাচ্ছে। এই আত্মবিশ্বাস হারাচ্ছে বলে ছন্নছাড়া হয়ে গিয়েছে। বিজেপি যত হারিয়ে যাবে তত ভাল। একটা দল কেন এমন করবে? আমরা বহু ভোটের মুখোমুখি হয়েছি বাম আমলে। ভোট রদ চেয়ে কখনও আদালতে যাইনি। তারা যা চাইবে আদালত তা-ই দেবে বলে মনে করি না।''
আরও পড়ুন- Mamata Banerjee: মোদীর সঙ্গে দেখা করলেও সোনিয়া-সাক্ষাতে 'না' মমতার, কারণ জানালেন নিজেই
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)