হোমগার্ড নিয়োগ কেলেঙ্কারিতে তৃণমূলকেই দুষল বিজেপি

Updated By: Oct 15, 2014, 11:18 PM IST

হোমগার্ড নিয়োগ কেলেঙ্কারিতে সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলল বিজেপি। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের সুপারিশেই ওই নিয়োগ হয়েছে। হোমগার্ড নিয়োগে দুর্নীতির সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিনহার কটাক্ষ, সিবিআই তদন্তে আপত্তি থাকলে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিক  রাজ্য সরকার। এবছরের গোড়ায় রাজ্য জুড়ে হোমগার্ড নিয়োগ শুরু হয়। নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকেই নবান্নে দুর্নীতির  অভিযোগ আসতে শুরু করে। অভিযোগ, প্যানেল তৈরির সময় বেশ কিছু ক্ষেত্রে প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছে। স্বজন পোষণও চলেছে দেদার। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই হোমগার্ড নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে।

তিন হাজার হোমগার্ড নিয়োগের এই প্রক্রিয়া ঘিরে বেনজির আর্থিক দুর্নীতিরও অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। হোমগার্ড নিয়োগে দুর্নীতির  অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে ডিজি হোমগার্ড এবং মুর্শিদাবাদের এস পিকে। দুই সদস্যের তদন্ত কমিটিও গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরও উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে বিজেপি। অবিলম্বে হোমগার্ড নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিও করা হয়েছে।

সারদা কিংবা বর্ধমানকাণ্ডের রেশ এখনও কাটেনি। প্রশ্ন এখন একটাই, এবার কি হোমগার্ড নিয়োগ কেলেঙ্কারির তদন্তেও  কেঁচো খুঁড়তে কেউটের হদিস মিলবে? এমনই দাবি বিজেপির।

 

 

.