দিনভর গাছতলায় ক্লাস চলল যাদবপুরে

Updated By: Oct 15, 2014, 11:07 PM IST
দিনভর গাছতলায় ক্লাস চলল যাদবপুরে

অভিনব কায়দায় প্রতিবাদ যাদবপুরে। ক্লাস বয়কট করেও আজ ক্লাস হল বিশ্ববিদ্যালয়ে। তবে ক্লাসরুমে নয়। গাছতলাতেই বই-খাতা নিয়ে বসে পড়লেন ছাত্রছাত্রীরা। অধ্যাপকরা এলেন, পড়ালেন। প্রতিবাদের মধ্যেই হল পড়াশোনাও। তবে স্নাতকোত্তর কয়েকটি বিভাগে ক্লাসরুমেই ক্লাস হয়েছে।

শুরুটা হয়েছিল ষোলোই সেপ্টেম্বর রাতে। ঘেরাওমুক্ত হতে পুলিসকে ফোন উপাচার্যের। গভীর রাতে পুলিস ঢুকতেই রণক্ষেত্র যাদবপুর। ছাত্রছাত্রীদের মারধর, গ্রেফতার। প্রতিবাদে গর্জে ওঠে রাজ্য। উপাচার্য হঠাও। এই দাবিতে আন্দোলনে নামেন যাদবপুরের ছাত্রছাত্রীরা। উপাচার্যকে বয়কটের সিদ্ধান্ত নেয় শিক্ষক সংগঠন জুটাও। শুরু হয় ছাত্রছাত্রীদের ক্লাস বয়কট। পুজোর আগে যে ছবি, পুজো শেষেও তা বদয়লায়নি। ক্লাসরুমে পা রাখতে নারাজ পড়ুয়ারা। বয়কট চলেছে বুধবারও। তবে এদিন ক্লাসও হয়েছে। পঠনপাঠন সচল রাখতে গাছের তলায় ক্লাস নিয়েছেন অধ্যাপকরা।    

কিন্তু ক্লাস বয়কটই যদি উদ্দেশ্য হয়, কেন  গাছতলায় ক্লাস করলেন ছাত্রছাত্রীরা? তাহলে ক্লাস রুমে ক্লাস করতে আপত্তি কোথায়? এ প্রশ্নও উঠেছে বিভিন্ন মহল থেকে।  

 

.