জাল বার্থ সার্টিফিকেট ইস্যুতে অবস্থান-বিক্ষোভ
জাল বার্থ সার্টিফিকেট ইস্যুতে বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভে বসলেন ২৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রকাশ উপাধ্যায়। সকাল থেকে পুরসভায় মেয়রের ঘরের সামনে প্রায় ৭০ জন পথশিশুকে নিয়ে বিক্ষোভে বসেন তিনি। ২০০৮ সালে পথশিশুদের জন্য রেজিস্ট্রেশন নম্বরবিহীন বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল।
জাল বার্থ সার্টিফিকেট ইস্যুতে বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভে বসলেন ২৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রকাশ উপাধ্যায়। সকাল থেকে পুরসভায় মেয়রের ঘরের সামনে প্রায় ৭০ জন পথশিশুকে নিয়ে বিক্ষোভে বসেন তিনি। ২০০৮ সালে পথশিশুদের জন্য রেজিস্ট্রেশন নম্বরবিহীন বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে। এরপর তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড ক্ষমতায় এলেও ঘটনার কোনও তদন্ত হয়নি। কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও দোষীরা এখনও পর্যন্ত শাস্তি পায়নি। এমনকি ওই পথশিশুদের জন্য নতুন বার্থ সার্টিফিকেটও ইস্যু করা হয়নি বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরবোর্ডের ব্যর্থতার অভিযোগ তুলে তাই বিক্ষোভে বসেছিলেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। পরে মেয়র পুরসভায় এসে বিক্ষোভরত ওই কাউন্সিলরকে আলোচনার জন্য ডেকে নেন। এরপরই বিক্ষোভ উঠে যায়।