অনুব্রতকে নজরবন্দি স্রেফ একটা নাটক: বিমান বসু

মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজের জবাব কী করে দিলেন মুখ্যসচিব? ফের প্রশ্ন তুললেন বিমান বসু। তৃণমূল নেত্রীকে শোকজের জবাব সরকারি আমলা দেওয়া মানে সরকার এবং দল এক হয়ে গিয়েছে। বললেন বামফ্রন্ট চেয়ারম্যান। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বামফ্রন্ট চেয়ারম্যানের নিশানায় ছিলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলও।

Updated By: Apr 17, 2016, 08:03 PM IST
 অনুব্রতকে নজরবন্দি স্রেফ একটা নাটক: বিমান বসু

ওয়েব ডেস্ক:মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজের জবাব কী করে দিলেন মুখ্যসচিব? ফের প্রশ্ন তুললেন বিমান বসু। তৃণমূল নেত্রীকে শোকজের জবাব সরকারি আমলা দেওয়া মানে সরকার এবং দল এক হয়ে গিয়েছে। বললেন বামফ্রন্ট চেয়ারম্যান। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বামফ্রন্ট চেয়ারম্যানের নিশানায় ছিলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলও।

অনুব্রতকে নজরবন্দি স্রেফ একটা নাটক। বললেন বিমান বসু। বীরভূম জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগ করলে তো এমনই হবে। কমিশনের উচিত ছিল জেলার বাইরের কোনও ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা। নাম না করে কমিশনকে এইভাবেই দুষলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

.