উদ্বোধনের পরেও উড়ালপুলে যান চলাচল বিশ বাঁও জলে

গত তিরিশে সেপ্টেম্বর ঘটা করে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল ডানলপ ভগত্‍ সিং উড়ালপুলের। কিন্তু সপ্তাহ ঘুরে গেলেও এখনও চালু হয়নি উড়ালপুল। স্থানীয় বাসিন্দাদের আশা ছিল উড়ালপুল চালু হলে নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাবেন তারা। কিন্তু এখনও উড়ালপুলের কাজ চলায় স্বভাবতই আশাহত হয়েছেন তাঁরা। যদিও পুরসভার আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে উড়ালপুল। কিন্তু পুরসভার আশ্বাসের উপর আর খুব একটা ভরসা করতে পারছেনা স্থানীয় বাসিন্দারা।

Updated By: Oct 5, 2012, 11:50 AM IST

গত তিরিশে সেপ্টেম্বর ঘটা করে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল ডানলপ ভগত্‍ সিং উড়ালপুলের। কিন্তু সপ্তাহ ঘুরে গেলেও এখনও চালু হয়নি উড়ালপুল। স্থানীয় বাসিন্দাদের আশা ছিল উড়ালপুল চালু হলে নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাবেন তারা। কিন্তু এখনও উড়ালপুলের কাজ চলায় স্বভাবতই আশাহত হয়েছেন তাঁরা। যদিও পুরসভার আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে উড়ালপুল। কিন্তু পুরসভার আশ্বাসের উপর আর খুব একটা ভরসা করতে পারছেনা স্থানীয় বাসিন্দারা।
উড়ালপুলটিতে এখনও রঙের প্রলেপ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়নি। এদিক ওদিকে নির্মাণ কাজও চলছে। কিন্তু তাতে কী! এর মধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছিল ডানলপ ভগত্‍ সিং উড়ালপুলের। উড়ালপুলের উদ্বোধন করেন পূর্তমন্ত্রী সুর্দশন ঘোষদস্তিদার, পরিবহণমন্ত্রী মদন মিত্র এবং সাংসদ সৌগত রায়। ছশো চল্লিশ মিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণে ব্যয় হয়েছে ৪১ কোটি টাকা। রোজকার যানজটের ফাঁস থেকে মুক্তি মেলার আশায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সে গুড়ে বালি ! এখনও বন্ধ রয়েছে উড়ালপুল।  
কবে উড়ালপুল চালু হবে তার কোনও স্পষ্ট উত্তর নেই নির্মাণ কর্মীদের কাছেও। পুরোপুরি কাজ শেষ হওয়ার আগে কেন ব্রিজের উদ্বোধন করা হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।  তবে বরানগর পুরসভার উপপৌরপ্রধানের আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে উড়ালপুল। অন্যদিকে রাজনীতির কারণেই তড়িঘড়ি ব্রিজের উদ্বোধন করা হয় বলে অভিযোগ করেছেন কামারহাটি পুরসভার প্রধান।
 

 

 

.