ভবানীপুরে চুরির কিনারা করল পুলিস
ভবানীপুরের মোহিনীমোহন লেনের চুরির কিনারা করল পুলিস। গ্রেফতার করা হয়েছে বাড়ির পরিচারিকা সুমিত্রা দে এবং তার সঙ্গী সুরজ পাত্রকে। দুজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্রও। সুরঞ্জন ঘোষের বাড়ি ও তাঁর শ্বশুর বাড়িতে গত দুবছর ধরে পরিচারিকার কাজ করত ওড়িশার বাসিন্দা সুমিত্রা দে।
ভবানীপুরের মোহিনীমোহন লেনের চুরির কিনারা করল পুলিস। গ্রেফতার করা হয়েছে বাড়ির পরিচারিকা সুমিত্রা দে এবং তার সঙ্গী সুরজ পাত্রকে। দুজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্রও। সুরঞ্জন ঘোষের বাড়ি ও তাঁর শ্বশুর বাড়িতে গত দুবছর ধরে পরিচারিকার কাজ করত ওড়িশার বাসিন্দা সুমিত্রা দে।
প্রতিদিনের মতো গতকালও নির্দিষ্ট সময়ে অফিস বেরিয়ে যান সুরঞ্জন ঘোষ ও তাঁর স্ত্রী। কিন্তু শ্বশুরবাড়িতে কাজে না যাওয়ায় সুমিত্রাকে ফোন করেন তাঁরা। ফোন না ধরায় বাড়ি ফিরে সুরঞ্জনবাবু ও তাঁর স্ত্রী দেখেন বাড়ির আলমারির তালা ভাঙা। উধাও দশ লক্ষ টাকার গয়না এবং নগদ পঞ্চাশ হাজার টাকা। তদন্তে নেমে সুমিত্রার সঙ্গী সুরজের খোঁজ পায় পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে সুমিত্রার জলেশ্বরের বাড়িতে হানা দেয় পুলিস। দুজনের বাড়ি থেকে উদ্ধার হয় জিনিস।