বিসর্জন ঘিরে উত্তপ্ত ভবানীপুর, গ্রেফতার করতে ব্যর্থ পুলিস

ভবানীপুরে জগদ্ধাত্রী পুজোর ভাসানকে ঘিরে গণ্ডগোলের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিস। সরকারি কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট, থানায় হামলা চালানোর চেষ্টা সহ একাধিক অভিযোগে ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিস।

Updated By: Nov 6, 2011, 11:46 PM IST

ভবানীপুরে জগদ্ধাত্রী পুজোর ভাসানকে ঘিরে গণ্ডগোলের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিস। সরকারি কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট, থানায় হামলা চালানোর চেষ্টা সহ একাধিক অভিযোগে ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিস। অথচ বারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও একজনও গ্রেফতার হয়নি এই ঘটনায়। যে পুজো কমিটির ভাসান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা, চিহ্ণিত করা গিয়েছে তাঁদেরও। অথচ কেন এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হল না, সে প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। গতরাতে ভবানীপুরের রানি শঙ্করী লেনে অবস্থিত একটি পুজো কমিটির লোকজন ভাসানে যাওয়ার সময় পুলিসের নিষেধ উপেক্ষা করে শব্দবাজি ফাটায়। নিয়মবিরুদ্ধভাবে ডিজে-র ব্যবহার হয় বলেও অভিযোগ। পুলিস বাধা দিলে এরপর জনতা-পুলিস খণ্ডযুদ্ধ বেধে যায়। উল্লেখ্য, এই অঞ্চলটি তিয়াত্তর নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, যে ওয়ার্ডের বাসিন্দা মুখ্যমন্ত্রী নিজে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেও রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন।   

.