শ্রেষ্ঠ সাংবাদিকের পুরস্কার পেলেন চব্বিশ ঘণ্টার দুই প্রতিনিধি
নিউজ বিভাগে সেরা সাংবাদিক হলেন সন্দীপ সরকার। ফিচার বিভাগে সেরা সাংবাদিক হলেন সোমা মিত্র মুখার্জি। ক্যান্ডিড কমিউনিকেশনের পক্ষ থেকে আজ এই পুরস্কার দেওয়া হল।
Updated By: Aug 11, 2015, 09:30 PM IST
ওয়েব ডেস্ক: নিউজ বিভাগে সেরা সাংবাদিক হলেন সন্দীপ সরকার। ফিচার বিভাগে সেরা সাংবাদিক হলেন সোমা মিত্র মুখার্জি। ক্যান্ডিড কমিউনিকেশনের পক্ষ থেকে আজ এই পুরস্কার দেওয়া হল।
বোস ইনস্টিটিউটে নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দাফাঁস করেন সন্দীপ সরকার। এক তরুণীকে চাকরি দেওয়ার নামে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে রেজিস্ট্রার সুরজিত পাণিগ্রাহির বিরুদ্ধে। চব্বিশ ঘণ্টায় এই খবর সম্প্রচারিত হওয়ার পর বাতিল হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। এই খবরের জন্য নিউজ বিভাগে সেরা সাংবাদিক নির্বাচিত হলেন সন্দীপ সরকার। অন্যদিকে, কেমন আছ কমরেড সিরিজের জন্য ফিচার বিভাগে সেরা সাংবাদিকের পুরস্কার পেলেন সোমা মিত্র মুখার্জি।