জেলায় জেলায় ইনকিউবেশন সেক্টার গড়ে শিল্পপতি গড়তে উদ্যোগী রাজ্য

রাজ্যে শিল্পের লক্ষ্যে এবার শিল্পপতি গড়তে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি সংস্থা টাইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ২৯টি জেলায় তৈরি করা হচ্ছে ইনকিউবেশন সেন্টার। এই সেন্টার গুলি থেকেই তৈরি হবে আগামী দিনের শিল্পপতি।

Updated By: Jan 31, 2014, 07:15 PM IST

রাজ্যে শিল্পের লক্ষ্যে এবার শিল্পপতি গড়তে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি সংস্থা টাইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ২৯টি জেলায় তৈরি করা হচ্ছে ইনকিউবেশন সেন্টার। এই সেন্টার গুলি থেকেই তৈরি হবে আগামী দিনের শিল্পপতি।

মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন শিল্প কর বাংলা গড়। শিল্প করতে দরকার শিল্পপতি। এবার তাই শিল্পপতি গড়ার লক্ষ্যে বেসরকারি সংস্থা টাইকে এগিয়ে আসতে বললেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের ঊনিশটি জেলায় এই ধরনের ইনকিউবেশন সেন্টার থেকে টাইয়ের সহযোগিতায় তৈরি হবেন আগামী দিনের শিল্পপতি।

এ ধরনের ইনকিউবেশন তৈরির প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে বণিক মহল। কিন্তু একই সঙ্গে তাদের দাবি, ইনকিউবেশন সেন্টার নয়, রাজ্যের শিল্পকে ভেন্টিলেশন থেকে বের করতে দরকার আর্কর্ষণীয় শিল্প নীতি।

.