বিমানে প্রতি দফায় ১২০ জন করে যাত্রীকে রাজ্যে ফেরানো হবে
কেদারনাথে বন্যায় আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আজ রাজ্য পরিবহণ মন্ত্রী এই ঘোষণা করলেন। গুপ্তকাশিতে আটকে থাকা রাজ্যের যাত্রীদের বিশেষ বাসে হরিদ্বারে নিয়ে আসা হবে। যাঁরা রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে হরিদ্বারে এসে পৌঁছাবেন তাঁদেরকে বিশেষ ট্রেনে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। হরিদ্বারে মূলত ভারতসেবাশ্রম সঙ্ঘে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পর্যটকদের জন্য কী কী উদ্যোগ নেওয়া হল--
গুপ্তকাশিতে আটকে থাকা রাজ্যের যাত্রীদের বিশেষ বাসে হরিদ্বারে নিয়ে আসা হবে।
বৃদ্ধ এবং অসুস্থ যাত্রীদের এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হবে।
যাঁরা রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে হরিদ্বারে এসে পৌঁছাবেন তাঁদেরকে বিশেষ ট্রেনে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
হরিদ্বারে মূলত ভারতসেবাশ্রম সঙ্ঘে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে প্রতি দফায় ১২০ জন করে যাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনা হবে।
কেদারনাথে বন্যায় আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আজ রাজ্য পরিবহণ মন্ত্রী এই ঘোষণা করলেন। গুপ্তকাশিতে আটকে থাকা রাজ্যের যাত্রীদের বিশেষ বাসে হরিদ্বারে নিয়ে আসা হবে। যাঁরা রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে হরিদ্বারে এসে পৌঁছাবেন তাঁদেরকে বিশেষ ট্রেনে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। হরিদ্বারে মূলত ভারতসেবাশ্রম সঙ্ঘে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
বৃদ্ধ এবং অসুস্থ যাত্রীদের এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হবে। হরিদ্বার থেকে এ রাজ্যের পর্যটকদের প্রথমে দিল্লির বঙ্গভবন, ভারত সেবাশ্রম ও কালীবাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান গুলিতে প্রতি দফায় ১২০ জন করে যাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনা হবে।