বেলেঘটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩

বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিস। তবে, মূল অভিযুক্ত রাজু নস্কর এবং শঙ্কর চক্রবর্তী, এখনও অধরা। রীতিমতো আতঙ্কের আবহে দিন কাটছে বেলেঘাটার মানুষের। গতকালের পর আজও বোমাবাজি হয়েছে এলাকায়।

Updated By: Jul 7, 2014, 07:34 PM IST

বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিস। তবে, মূল অভিযুক্ত রাজু নস্কর এবং শঙ্কর চক্রবর্তী, এখনও অধরা। রীতিমতো আতঙ্কের আবহে দিন কাটছে বেলেঘাটার মানুষের। গতকালের পর আজও বোমাবাজি হয়েছে এলাকায়।

রবিবার সন্ধের পর সোমবারের সকাল। ভোরের নিস্তব্ধতা খানখান করে ফের বোমাবাজি বেলেঘাটায়। টার্গেট এলাকার দুটো বাড়ি। অল্পের জন্য রক্ষা পায় দুটি শিশু। রবিবার প্রায় ঘণ্টা দেড়েক ধরে দুষ্কতী তাণ্ডব চলে বেলেঘাটায়। বোমাবাজির সঙ্গে সঙ্গে ভাঙচুর চলে স্থানীয় একটি ক্লাবে। এই ঘটনায় পুলিস কয়েকজনকে গ্রেফতার করলেও স্বস্তি পাচ্ছেন না এলাকার মানুষ। কারণ, এখনও নাগালের বাইরে মূল অভিযুক্ত রাজু নস্কর এবং শঙ্কর চক্রবর্তী। শাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দুষ্কৃতীরাজ চলে বেলেঘাটায়। এমনই অভিজ্ঞতা এখানকার বাসিন্দাদের। আতঙ্ক তাই তাড়া করে ফিরছে এলাকার প্রতিটি মানুষকে।

.