বিসি রায় হাসপাতালে শিশুমৃত্যু অব্যাহত

বিসি রায় হাসপাতালে শিশুমৃত্যু অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর। মৃত শিশুদের অধিকাংশকেই দুই চব্বিশ পরগনা এবং নদিয়া থেকে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে গত ছয় দিনে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। যদিও, শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালকে ক্লিনচিট দিয়েছে রাজ্য সরকার নিযুক্ত তদন্ত কমিটি।

Updated By: Sep 9, 2013, 03:03 PM IST

বিসি রায় হাসপাতালে শিশুমৃত্যু অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর। মৃত শিশুদের অধিকাংশকেই দুই চব্বিশ পরগনা এবং নদিয়া থেকে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে গত ছয় দিনে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯। যদিও, শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালকে ক্লিনচিট দিয়েছে রাজ্য সরকার নিযুক্ত তদন্ত কমিটি।
স্বাস্থ্যভবনে জমা পড়া তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশ শিশুকেই মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অনেকেরই চিকিত্সা করার সুযোগটুকুও মেলেনি। এদিকে আপতকালীন পরিস্থিতিতে হাসপাতালের পরিকাঠামোয় কিছু রদবদল করা হয়েছে। হাসপাতালে যোগ দিয়েছেন আট বিশেষজ্ঞ চিকিত্সক। বাড়ানো হয়েছে নার্সের সংখ্যাও।

.