ভাদ্রের খেয়ালী বৃষ্টিতে কপালে ভাঁজ মহানগরের পুজো উদ্যোক্তাদের

দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধ নয়। এ যুদ্ধ প্রকৃতির সঙ্গে মানুষের। বলা ভাল বৃষ্টির সঙ্গে পুজো উদ্যোক্তাদের। অসম লড়াইয়ে আপাতত সাবধানে ব্যাট চালাচ্ছেন উদ্যোক্তারা। থিমের সুক্ষ শিল্প নষ্ট হবার আশঙ্কা কপালে ফেলছে চিন্তার ভাঁজ।

Updated By: Sep 9, 2013, 03:00 PM IST

দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধ নয়। এ যুদ্ধ প্রকৃতির সঙ্গে মানুষের। বলা ভাল বৃষ্টির সঙ্গে পুজো উদ্যোক্তাদের। অসম লড়াইয়ে আপাতত সাবধানে ব্যাট চালাচ্ছেন উদ্যোক্তারা। থিমের সুক্ষ শিল্প নষ্ট হবার আশঙ্কা কপালে ফেলছে চিন্তার ভাঁজ।
কখনও ঝিরঝিরে, কখনও টানা, কখনও মুশলধারে। কলকাতায় বৃষ্টি হয়েই চলেছে। গত পনেরো দিনের বারো দিনই নিম্নচাপ অক্ষরেখা বা জোড়া ঘুর্ণাবর্তের হাত ধরে শহরে বৃষ্টি হচ্ছে। এদিকে হাতে মাত্র এক মাস। হিসেব মত তিরিশ দিন পর পঞ্চমী। তাই মহা সমস্যায় কলকাতার পুজো উদ্যোক্তারা। ছোট-বড়-মেজো সব পুজোর প্রস্তুতিপর্বে এবার অসুর হয়েছে ভিলেনরূপী বৃষ্টি।
 
বেশিরভাগ বড় পুজো মহালয়ার মধ্যে মন্ডপের কাজ শেষ করার টার্গেট রাখে। কারণ উদ্বোধন করতে হয় দ্বিতীয়া বা তৃতীয়ায়। তবে থিমের পুজোয় এবার টানা কাজই করা যাচ্ছেনা। মন্ডপ লাগোয়া স্টুডিও বা ওয়ার্কশপে শিল্পীরা কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই কাজ মন্ডপে বসানোর প্রক্রিয়া বলতে গেলে শুরুই হয়নি কোথাও।
 
দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধের পরিণতি সবারই জানা। কিন্তু প্রকৃতির সঙ্গে মানুষ, অর্থাত পুজো উদ্যোক্তাদের এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে তা বলবে সময়।
 

.