খুন নাকি আত্মঘাতী! সল্টলেকের আবাসনে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ব্যাঙ্ককর্মীর মৃতদেহ

সল্টলেকের লাবনী আবাসনের ফ্ল্য়াট থেকে উদ্ধার এক ব্যাঙ্ককর্মীর দেহ। হাত-পা বাঁধা অহস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করে তার সঙ্গীরা। এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় আবাসনে।

Updated By: Jul 19, 2021, 08:42 PM IST
খুন নাকি আত্মঘাতী! সল্টলেকের আবাসনে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ব্যাঙ্ককর্মীর মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন: সল্টলেকের লাবনী আবাসনের ফ্ল্য়াট থেকে উদ্ধার এক ব্যাঙ্ককর্মীর দেহ। হাত-পা বাঁধা অহস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করে তার সঙ্গীরা। এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় আবাসনে।

আরও পড়ুন-মোদী বিরোধিতা করলেই ফোনে আড়ি, অমিত শাহ-র ইস্তফার দাবি অধীরের 

পুলিস সূত্রে খবর, শহরের এক বেসরকারি ব্যাঙ্কের কাজ করতেন হায়দরাবাদের বাসিন্দা পি সামরিথ(২৬) নামে ওই তরুণ।  লাবনী আবাসনে থাকতেন তাঁর আরও ২ সহকর্মীর সঙ্গে। আজ দুপুরে তাঁর সহকর্মীরা এসে দেখেন ঘরের দরজা বন্ধ।

ডাকাডাকির পরও দরজা না খোলায় ওই দুই সহকর্মী দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন সামরথির হাত-পা সেলোটেপ দিয়ে বাঁধা। নাকে মুখে কার্বন ডাই অক্সাইডের নল ঢোকানো।

আরও পড়ুন-বিধানসভা ভোটের সময় অভিষেক-প্রশান্তের ফোনে আড়ি, ফাঁস বিস্ফোরক 'Pegasus' তথ্য  

দুই সহকর্মীর দাবি, কিছুদিন আগে সামরিথের এক আত্মীয় আত্মঘাতী হন। তার পর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল। এখন সেই কারণে আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.