ফের হাসপাতালে কর্তব্যরত চিকিত্‍সককে মারধরের অভিযোগ

ফের হাসপাতালে কর্তব্যরত চিকিত্সককে মারধরের অভিযোগ। গতকাল রাতে এমআর বাঙুর হাসপাতালে জুনিয়র ডাক্তার তন্ময় হালদারের ওপর টালিগঞ্জের বাসিন্দা এক রোগীর আত্মীয়েরা চড়াও হন বলে অভিযোগ। চারজনকে আটক করেছে যাদবপুর থানার পুলিস। নীলম ঝা নামে এক মহিলা ওই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিত্সাধীন ছিলেন। রক্ত নেওয়ার সময় হাসপাতাল কর্মীর গাফলতির অভিযোগ করেন রোগীর আত্মীয়েরা। এই সময়ই সামনে পড়ে যান ওই জুনিয়র ডাক্তার। শুরু হয় বচসা। কোনওরকমে ওয়ার্ডমাস্টারের ঘরে ঢুকে পড়েন তন্ময়। ওয়ার্ড অফিসে ঢুকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চারজনকে আটক করে পুলিস। গোটা ঘটনা ওয়ার্ডমাস্টারের ঘরের সিসিটিভিতে ক্যামেরাবন্দী হয়। অভিযোগ, চিকিত্সকের ওপর চড়াও হওয়ার সময় এক মন্ত্রীর নাম করে শাসাতে থাকেন ওই রোগীর আত্মীয়েরা।

Updated By: Feb 13, 2016, 09:31 AM IST
 ফের হাসপাতালে কর্তব্যরত চিকিত্‍সককে মারধরের অভিযোগ

 ওয়েব ডেস্ক: ফের হাসপাতালে কর্তব্যরত চিকিত্সককে মারধরের অভিযোগ। গতকাল রাতে এমআর বাঙুর হাসপাতালে জুনিয়র ডাক্তার তন্ময় হালদারের ওপর টালিগঞ্জের বাসিন্দা এক রোগীর আত্মীয়েরা চড়াও হন বলে অভিযোগ। চারজনকে আটক করেছে যাদবপুর থানার পুলিস। নীলম ঝা নামে এক মহিলা ওই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিত্সাধীন ছিলেন। রক্ত নেওয়ার সময় হাসপাতাল কর্মীর গাফলতির অভিযোগ করেন রোগীর আত্মীয়েরা। এই সময়ই সামনে পড়ে যান ওই জুনিয়র ডাক্তার। শুরু হয় বচসা। কোনওরকমে ওয়ার্ডমাস্টারের ঘরে ঢুকে পড়েন তন্ময়। ওয়ার্ড অফিসে ঢুকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চারজনকে আটক করে পুলিস। গোটা ঘটনা ওয়ার্ডমাস্টারের ঘরের সিসিটিভিতে ক্যামেরাবন্দী হয়। অভিযোগ, চিকিত্সকের ওপর চড়াও হওয়ার সময় এক মন্ত্রীর নাম করে শাসাতে থাকেন ওই রোগীর আত্মীয়েরা।

 

.