অবশেষে পুলিসের নাগালে অটোচালক, ধৃত অভিযোগকারীও
দমদম অটোকাণ্ডে ধৃত ৩। অভিযোগকারী সহ অভিযুক্ত অটোচালক বিজু সাহাকে গ্রেফতার করে দমদম থানার পুলিস। বিজু সাহার আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকালে আবারও অটোর দৌরাত্মের সাক্ষী থাকল শহর। অবশ্য অশ্রাব্য কটুক্তিতেই থেমে থাকেনি আজকের ঘটনা। চালকের অভব্য ব্যবহারের পর রাজনৈতিক কার্যালয়ের সামনে স্থানীয় নেতাদের সামনেই যাত্রীকে ক্ষুর চালানোর অভিযোগও ওঠে।
দমদম অটোকাণ্ডে ধৃত ৩। অভিযোগকারী সহ অভিযুক্ত অটোচালক বিজু সাহাকে গ্রেফতার করে দমদম থানার পুলিস। বিজু সাহার আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকালে আবারও অটোর দৌরাত্মের সাক্ষী থাকল শহর। অবশ্য অশ্রাব্য কটুক্তিতেই থেমে থাকেনি আজকের ঘটনা। চালকের অভব্য ব্যবহারের পর রাজনৈতিক কার্যালয়ের সামনে স্থানীয় নেতাদের সামনেই যাত্রীকে ক্ষুর চালানোর অভিযোগও ওঠে।
আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ, পেশায় সাংবাদিক জয় সাহা অফিসে যাওয়ায় জন্য নাগেরবাজার থেকে দমদম জাংশনের উদ্দেশে অটোয় ওঠেন। দমদম স্টেশনে অটো পৌঁছনোর পর, এক মহিলা যাত্রীর সঙ্গে খুচরো নিয়ে তর্কাতর্কি শুরু হয় অটোচালকের। অটোচালক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। ওই সাংবাদিক ঘটনার প্রতিবাদ করায় তাঁকে প্রথমে হেনস্থা করা হয়। তারপর তাঁকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সাংবাদিকের পেটে খুর দিয়ে আঘাতও করা হয়।
ঘটনাস্থলেই ২৪ ঘণ্টাকে তাঁর দেওয়া প্রতিক্রিয়া দেখতে ক্লিক করুন এখানে।
সাংবাদিক প্রথমে অভিযোগ জানাতে ঘুঘুডাঙা পুলিস ফাঁড়িতে যান। সেখানে সহযোগিতা না পাওয়ায় পরে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।