ফের ব্যস্ত সময়ে সন্ধ্যায় মেট্রোয় ঝাঁপ, মৃত কলেজ পড়ুয়া
এর জেরে প্রায় আধঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে।
নিজস্ব প্রতিবেদন: ফের ব্যস্ত সময়ে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সকাল-বিকেল দু'বেলাই অফিস টাইমে মেট্রোয় ঝাঁপ। সোমবার বেলগাছিয়া মেট্রো স্টেশনে কবি সুভাষগামী মেট্রোতে সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঝাঁপ দেয় পূর্ব মেদিনীপুরের বাসিন্দা দিগন্ত রায়(১৯)। এর জেরে প্রায় আধঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ঘটনাস্থলে মেট্রো আধিকারিক এবং আরপিএফ এসে সেই যুবককে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেয় উল্টোডাঙা থানার পুলিস। ঘটনার জেরে, ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত্ নিত্যযাত্রীদের।
সোমবার সকালেও ৮টা ১৪ মিনিট নাগাদ বছর ছাব্বিশের এক তরুণী সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে লাইনে ঝাঁপ দেন। যদিও মেট্রো স্টেশনের যাত্রী ও মেট্রো কর্মীদের তত্পরতায় দ্রুত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু এর জেরে গিরিশপার্ক থেকে ময়দান পর্যন্ত বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ থাকে। ঘটনার জেরে, আপ ও ডাউন লাইনের মেট্রো চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণের জন্য। ৮.৪০ মিনিট থেকে আবার পরিষেবা চালু হয়। তবে অফিস টাইমে এই ঘটনায় ফের ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের।
আরও পড়ুন - মাটির নীচের তার পুড়েই বিস্ফোরণ বিবাদী বাগে, প্রাথমিক তদন্তে জানাল ফরেন্সিক বিশেষজ্ঞদের