মদের ব্যবসা বন্ধ করার প্রতিবাদ করে আক্রান্ত মহিলা

Updated By: Aug 18, 2017, 06:39 PM IST
মদের ব্যবসা বন্ধ করার প্রতিবাদ করে আক্রান্ত মহিলা

ওয়েব ডেস্ক: পাড়ায় কয়েকটি বাড়িতে মদের ব্যবসা। প্রতিবাদ করে আক্রান্ত এক মহিলা। পূর্ব যাদবপুরের বুদেরহাটে প্রতিবাদীকে মারধরের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, পাড়ার ১২টি পরিবার বেআইনি ভাবে বাড়িতে মদের ব্যবসা ফেঁদে বসেছে। ১০ অগস্টের মধ্যে বাড়িতে মদের ব্যবসা বন্ধ করতে হবে। এই মর্মে স্থানীয় ক্লাবের তরফে নোটিস দেওয়া হয়। অভিযোগ, সময় পেরিয়ে যাওয়ার পরেও চলছিল বেআইনি কারবার। প্রতিবাদ করেন এক মহিলা। মদের কারবারিরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

.