পাটুলিতে ফের সিপিএমের ওপর হামলা, এবার ভাঙা হল শহিদবেদি
পাটুলিতে ফের সিপিএমের ওপর হামলা। এবার ভাঙা হল সিপিএমের শহিদবেদি। পোড়ানো হল ফ্ল্যাগ ফেস্টুন। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। থানায় যাওয়ায় দলের নেতা কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।
ওয়েব ডেস্ক: পাটুলিতে ফের সিপিএমের ওপর হামলা। এবার ভাঙা হল সিপিএমের শহিদবেদি। পোড়ানো হল ফ্ল্যাগ ফেস্টুন। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। থানায় যাওয়ায় দলের নেতা কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।
ফের আক্রান্ত বিরোধীরা
পাটুলিতে আক্রান্ত সিপিএম
লোকসভা ভোটের পরে দখল হয়ে গিয়েছিল এলাকার সিপিএম পার্টি অফিস। গত মাসের ২৪ তারিখও ভাঙা হয় এলাকায় বামেদের একটি মঞ্চ। এবার গুড়িয়ে দেওয় হল সিপিএমের শহিদ বেদি। ছেঁড়া হল ফ্ল্যাগ ফেস্টুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শনিবার রাতের এই ভাঙচুরের পরেই পাটুলি থানায় অভিযোগ জানায় সিপিএম।
সিপিএম নেতা কর্মীদের মার
এর পরেই মারধর করা হয় স্থানীয় সিপিএম লোকাল কমিটির সম্পাদক সুবোধ রায়কে। আক্রান্ত হন আরও কয়েকজন কর্মী।
পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। ঘটনার প্রতিবাদে সোমবার এলাকায় ডাকা হয়েছে বিক্ষোভ সভা ।