অশোক গাঙ্গুলির ইস্তফা গ্রহণ করলেন রাজ্যপাল

রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে অশোক গাঙ্গুলির ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল। গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপাল এমকে নারায়ণনের সঙ্গে দেখা করেন অশোক গাঙ্গুলি। এরপরই এক সংবাদসংস্থায় প্রচারিত হয় ইন্টার্নকে যৌন নিগ্রহকাণ্ডে বিতর্কের মুখে রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। কিন্তু অশোক গাঙ্গুলি এই বিষয়ে প্রকাশ্য মুখ না খোলায় ইস্তফার বিষয়টি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ সেই খবরে সিলমোহর পড়ল।

Updated By: Jan 7, 2014, 04:02 PM IST

রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে অশোক গাঙ্গুলির ইস্তফাপত্র গ্রহণ করলেন রাজ্যপাল। গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপাল এমকে নারায়ণনের সঙ্গে দেখা করেন অশোক গাঙ্গুলি। এরপরই এক সংবাদসংস্থায় প্রচারিত হয় ইন্টার্নকে যৌন নিগ্রহকাণ্ডে বিতর্কের মুখে রাজ্য মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। কিন্তু অশোক গাঙ্গুলি এই বিষয়ে প্রকাশ্য মুখ না খোলায় ইস্তফার বিষয়টি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ সেই খবরে সিলমোহর পড়ল।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক ইন্টার্ন আইনজীবী।

সেই মহিলা চলতি মাসের প্রথম দিকে নিজের ব্লগে এই অভিযোগ প্রকাশ করেন। তিনি বলেন, গত বছর ডিসেম্বরে তাঁর ইন্টার্নশিপ চলাকালীন সুপ্রিম কোর্টের এক বিচারপতি তাঁকে যৌন হেনস্থা করেন৷

অভিযোগকারিনী জানিয়েছেন, তাঁর ইন্টার্নশিপের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ওই বিচারপতি৷ সম্প্রতি অবসর নিয়েছেন তিনি৷ চলতি বছরের ৬ নভেম্বর জার্নাল অফ ইন্ডিয়ান ল অ্যান্ড সোসাইটিতে লেখা ব্লগে প্রথম এ কথা প্রকাশ করেন স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত এই মহিলা আইনজীবী৷ লিগ্যালি ইন্ডিয়ার ওয়েবসাইটে এক সাক্ষাত্‍কারে আবার সেই অভিজ্ঞতার উল্লেখ করেন তিনি৷

তাঁর কথায়, `আমার পরিশ্রমের পুরস্কারস্বরূপ দাদুর বয়সি এক বিচারপতির হাতে যৌন হেনস্থার শিকার হলাম৷ ঘটনার বিস্তারিত বিবরণ জানাতে চাই না, কিন্ত্ত এটুকু বলতে পারি, ঘর ছেড়ে বেরিয়ে আসার পরও বহুদিন এই ঘটনা ভুলতে পারিনি৷ সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়৷`

বারবার অভিযোগ অস্বীকার করলেও রাজ্যমানবাধিকার কমিশনের পদ থেকে সরতে নারাজ ছিলেন অশোক। কারণ তাঁর বক্তব্য ছিল পদত্যাগ করার অর্থই হল অভিযোগ স্বীকার করা। কিন্তু তৃণমূল কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল অশোক গাঙ্গুলির ইস্তফা চেয়ে সরব হয়।

.