১৩ মার্চ পর্যন্ত পুলিসি হেফাজত ৫ সন্দেহভাজন মাওবাদীর
কলকাতা থেকে ধৃত ৫ সন্দেভাজন মাওবাদীকে ১৩ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। বৃহস্পতিবার দুপুরে এই সন্দেহভাজন ৫ মাওবাদীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।
কলকাতা থেকে ধৃত ৫ সন্দেভাজন মাওবাদীকে ১৩ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। বৃহস্পতিবার দুপুরে এই সন্দেহভাজন ৫ মাওবাদীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।
অন্ধ্রপ্রদেশের গ্রে হাউন্ড বাহিনীর কাছ থেকে খবর পেয়ে বুধবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে মাওবাদী সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। এই অভিযানের সময় উপস্থিত ছিল অন্ধ্রপ্রদেশ পুলিসও।
পুলিস সূত্রে খবর, ধৃতদের মধ্যে সদানলা রামকৃষ্ণ ও দীপক কুমার ভিনরাজ্যের বাসিন্দা। সদানলা রামকৃষ্ণ ওরফে সন্তোষের বাড়ি অন্ধ্রপ্রদেশের করিমনগরে। দীপক কুমারের বাড়ি ছত্তিসগড়ের দুর্গে। বাকিরা এ রাজ্যের বাসিন্দা। তাঁদের মধ্যে সুকুমার মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনায়। বাপি মণ্ডল ও শম্ভুচরণ পাল নামে অন্য দুজন বর্ধমান ও হুগলির বাসিন্দা। এ রাজ্যের বাসিন্দা এই ৩ জন মাওবাদীদের লিঙ্কম্যান হিসাবে কাজ করত বলে জানা গিয়েছে। ভিন রাজ্যের ২ মাওবাদী নেতা কেন কলকাতায় এসেছিলেন, এ রাজ্যের বাসিন্দা ধৃত ৩ জনের সঙ্গে তাঁদের কী ধরণের যোগাযোগ ছিল - সেসবই খতিয়ে দেখছে পুলিস।