ঝুপড়ি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজিত নিউ আলিপুর
রেল স্টেশন লাগোয়া বেআইনি ঝুপড়ি উচ্ছেদকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল নিউ আলিপুরে। পুলিস এবং পোর্ট ট্রাস্ট অভিযান চালায়। সে সময় বাসিন্দারা পুনর্বাসনের দাবি জানাতে থাকেন। কিন্তু বিক্ষোভ হটাতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ।
রেল স্টেশন লাগোয়া বেআইনি ঝুপড়ি উচ্ছেদকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল নিউ আলিপুরে। পুলিস এবং পোর্ট ট্রাস্ট অভিযান চালায়। সে সময় বাসিন্দারা পুনর্বাসনের দাবি জানাতে থাকেন। কিন্তু বিক্ষোভ হটাতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় একের পর এক বস্তি। আগুনও ধরিয়ে দেওয়া হয় বস্তিতে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বস্তি উচ্ছেদের জেরে প্রায় ২ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
এই জমিটি পোর্ট ট্রাস্টের। জমিটি দখল হয়ে যাচ্ছে, এই মর্মে অনেক আগেই আদালতে মামলা করে পোর্ট ট্রাস্ট। ২০১০ সালে কলকাতা পুলিসকে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সে বছরই অগাস্ট মাসে একটি অভিযান হয়। তখন ৮০-৮৫টি ঝুপড়ি তুলে দেওয়া হয়। এরপর আবার এই জমিতে ১৮ থেকে ২০টি ঝুপড়ি গড়ে ওঠে। সে সময়ও পুনর্বাসনের দাবি করেন এখানকার বাসিন্দারা।