বেজির লোম দিয়ে তুলি তৈরি করায় গ্রেফতার তিন

বেজি বা গ্রে মঙ্গুজ-এর লোম দিয়ে তুলি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। গতকাল কলেজ স্ট্রিটের তিনটি তুলির দোকানে অভিযান চালায় বন দফতর। উদ্ধার করা হয় প্রচুর তুলি। কিছুদিন আগেও দুটি তুলির দোকানে হানা দিয়েছিল বনদফতর। গ্রেফতার করা হয় দুজনকে। ওই দুটি দোকান থেকে উদ্ধার হওয়া তুলিগুলি পরে পাঠানো হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়।

Updated By: Jul 4, 2013, 09:57 AM IST

বেজি বা গ্রে মঙ্গুজ-এর লোম দিয়ে তুলি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। গতকাল কলেজ স্ট্রিটের তিনটি তুলির দোকানে অভিযান চালায় বন দফতর। উদ্ধার করা হয় প্রচুর তুলি। কিছুদিন আগেও দুটি তুলির দোকানে হানা দিয়েছিল বনদফতর। গ্রেফতার করা হয় দুজনকে। ওই দুটি দোকান থেকে উদ্ধার হওয়া তুলিগুলি পরে পাঠানো হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়।
তাদের দেওয়া রিপোর্টে জানানো হয়, তুলিগুলি বেজি বা গ্রে মঙ্গুজের লোম থেকেই তৈরি। বেজি সিডিউল দুইয়ে অন্তর্ভুক্ত  প্রাণী। বিপন্ন প্রজাতির প্রাণীদেরই এই তালিকাভুক্ত করা হয়।

.