রেড রোডে সেনা মৃত্যুতে চাপে পুলিস প্রশাসন, তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান নগরপাল

রেড রোডের দুর্ঘটনায় সেনামৃত্যুর জেরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বায়ুসেনাও। সকালেই ঘটনাস্থল ঘুরে দেখেন এয়ারফোর্স পুলিসের কর্তারা। তবে রেড রোড কলকাতা পুলিসের নিয়ন্ত্রণে থাকায় তদন্তভার এখনই নেবে না সেনা পুলিস। সেক্ষেত্রে পুলিসকে তদন্তে সবরকম সাহায্য করবে সেনা। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশ পেলে, তদন্ত ভার নিজেরাই নেবে সেনা। পরিদর্শনের পরে জানিয়েছে সেনা। পাঠানকোট কাণ্ডের পরে অতিসতর্ক হয়েছে সেনাবাহিনী।

Updated By: Jan 13, 2016, 01:01 PM IST
রেড রোডে সেনা মৃত্যুতে চাপে পুলিস প্রশাসন, তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান নগরপাল

ওয়েব ডেস্ক: রেড রোডের দুর্ঘটনায় সেনামৃত্যুর জেরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বায়ুসেনাও। সকালেই ঘটনাস্থল ঘুরে দেখেন এয়ারফোর্স পুলিসের কর্তারা। তবে রেড রোড কলকাতা পুলিসের নিয়ন্ত্রণে থাকায় তদন্তভার এখনই নেবে না সেনা পুলিস। সেক্ষেত্রে পুলিসকে তদন্তে সবরকম সাহায্য করবে সেনা। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশ পেলে, তদন্ত ভার নিজেরাই নেবে সেনা। পরিদর্শনের পরে জানিয়েছে সেনা। পাঠানকোট কাণ্ডের পরে অতিসতর্ক হয়েছে সেনাবাহিনী।

রেড রোডে সেনা মৃত্যুতে রীতিমতো চাপে পুলিস প্রশাসন। ময়দান থানায় সেনার তরফে অভিযোগ দায়েরের পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে যান নগরপাল সুরজিত্ করপুরকায়স্থ। তদন্তে ইতিমধ্যেই পুলিস বেশ কিছু সূত্র পেয়েছে বলে জানিয়েছেন তিনি। রেড রোডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিস কমিশনার। প্রজাতন্ত্র দিবসের মহড়ায় বাইরের গাড়ি কীভাবে ঢুকে পড়ল, বিষয়টিও ভাবাচ্ছে তাঁদের। জঙ্গি যোগের কোনও সম্ভাবনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  

 

.