কেমন আছেন আরাবুল?

আরাবুল ইসলামের শারীরিক অবস্থা কেমন আছে, তা জনতে দিনভর অনেক টেলিফোন এসেছে আমাদের দফতরেও। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ বা তৃণমূল নেতৃত্বের তরফে আরাবুল ইসলামের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সংবাদমাধ্যমকে কিছুই জানানো হয়নি। 

Updated By: Jan 9, 2013, 10:43 PM IST

আরাবুল ইসলামের শারীরিক অবস্থা কেমন আছে, তা জনতে দিনভর অনেক টেলিফোন এসেছে আমাদের দফতরেও। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ বা তৃণমূল নেতৃত্বের তরফে আরাবুল ইসলামের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সংবাদমাধ্যমকে কিছুই জানানো হয়নি। 
মঙ্গলবার ভাঙড়ের বামনঘাটায় তাঁদের সমর্থক বোঝাই বাসের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বামেরা। বাম সমর্থকদের শরীর থেকে বুলেটও বের করা হয়েছে কলকাতার হাসপাতালে। রাজ্যের মন্ত্রীরা অবশ্য বামেদের উপর আক্রমণকে কার্যত স্বীকার করতেই নারাজ। উল্টে তাঁদের অভিযোগ বামনঘাটায় তৃণমূলের উপরই হামলা চালিয়েছে সিপিআইএম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামকে লক্ষ্য করে গুলিও চলেছে। 
 
আরাবুল ইসলাম ভর্তি আছেন চিনার পার্কের একটি নার্সিংহোমে। কম দূরত্বে অনেক ভাল হাসপাতাল থাকলেও আরাবুলকে কেন ওই নার্সিংহোমে ভর্তি করা হল সে প্রশ্ন উঠছে। কিন্তু তার চেয়েও বড় হচ্ছে উদ্বেগ। কেমন আছেন আরাবুল ইসলাম। মঙ্গলবার রাতে নার্সিংহোমের চিকিত্সক জানিয়েছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়কের শারীরিক অবস্থার কথা। তিনি জানিয়েছিলেন, আরাবুল ইসলামের শরীরে কোনও আঘাতের চিহ্ণ নেই। উত্তেজনার কারণে তাঁর রক্তচাপ খানিকটা বৃদ্ধি পায়। তিনি এও জানান, মঙ্গলবার রাতেই ছেড়ে দেওয়া হতে পারে আহত তৃণমূল নেতাকে।
 
বুধবারও আরাবুল ইসলামকে আইসিইউ থেকে বের করা হয়নি। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নার্সিংহোম কর্তৃপক্ষ বা তৃণমূল নেতৃত্বের তরফে কিছুই জানানো হয়নি। দলের নেতার শারীরিক অবস্থা নিয়ে তৃণমূলস্তরের তৃণমূল কর্মীদের উদ্বেগ তাই কমছে না।

.