Nursing Student Death: খুন? কলকাতায় ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু...

জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ির বোলপুরের লাগোয়া রাইপুর গ্রামে। মাতৃভবন হাসপাতালে সহায়িকা সেবিকা কোর্সের ছাত্রী ছিলেন তিনি।

Updated By: Aug 26, 2023, 05:43 PM IST
Nursing Student Death: খুন? কলকাতায় ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু...

প্রসেনজিৎ মালাকার: ব্য়বধান দিন দুয়েকের। কলকাতায় ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু! পরিবারের অভিযোগ, খুন। দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিস। এসএসকেএম-র পর এবার মাতৃভবন হাসপাতাল।

আরও পড়ুন:  JU Student Death: র‌্যাগিংয়ে কড়া ইউজিসি, পড়ুয়াদের অভিযোগ জানানোর কমিটি অবিলম্বে কার্যকর করতে হবে

জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ির বোলপুরের লাগোয়া রাইপুর গ্রামে। চলতি বছরে মে মাসে নার্সিংয়ের প্রশিক্ষণ নিতে কলকাতায় যান তিনি। মাতৃভবন হাসপাতালে সহায়িকা সেবিকা কোর্সের ছাত্রী ছিলেন ওই তরুণী। শুক্রবার মেয়ের মৃত্য়ুসংবাদ পান পরিবারের লোকেরা। হাসপাতালের শংসাপত্রে উল্লেখ, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু। পরিবারের লোকের অবশ্য তা মানতে নারাজ। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর, দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিস।

আরও পড়ুন: Jadavpur University: সেনার পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে, মানবাধিকার সংগঠনের অফিস-ই অস্তিত্বহীন!

এদিকে এসএসকেএম-র হস্টেলে পাওয়া গিয়েছে এক নার্সিং পড়ুয়ার দেহ। মৃত ছাত্রীর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। থাকতেন লিটল হস্টেলে। পুলিস সূত্রের খবর, বুধবার রাতে হস্টেলের বাথরুমে গিয়েছিলেন ওই পড়ুয়া। কিন্তু অনেকটা সময়ে পেরিয়ে গেলেও, বেরোচ্ছিলেন না তিনি। কেন? হস্টেল কর্তৃপক্ষকে খবর দেন অন্য ছাত্রীরা। শেষপর্যন্ত দরজা ভেঙে যখন বাথরুমে ঢোকে, তখন ওই ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.