JU Student Death: র‌্যাগিংয়ে কড়া ইউজিসি, পড়ুয়াদের অভিযোগ জানানোর কমিটি অবিলম্বে কার্যকর করতে হবে

 'নির্ধারিত সময়ে কমিটি তৈরি না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে', চিঠি পাঠানো হল দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে।

Updated By: Aug 26, 2023, 05:01 PM IST
JU Student Death: র‌্যাগিংয়ে কড়া ইউজিসি, পড়ুয়াদের অভিযোগ জানানোর কমিটি অবিলম্বে কার্যকর করতে হবে

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: যাদবপুরকাণ্ডের জের। 'অবিলম্বে পড়ুয়াদের অভিযোগ জানানোর কমিটি কার্যকর করতে হবে'। দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে  চিঠি পাঠাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC।  শুধু তাই নয়, 'নির্ধারিত সময়ে কমিটি তৈরি না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে'।

আরও পড়ুন: Jadavpur University: সেনার পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে, মানবাধিকার সংগঠনের অফিস-ই অস্তিত্বহীন!

ইউজিসি-এর নির্দেশিকা মেনে সিসিটিভি বসছে যাদবপুরে। সময়সীমা ৩ সপ্তাহ।  চাপের মুখে অবশেষে ওয়ার্ক অর্ডারে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার। কবে?  শুক্রবার বিকেলে। সূত্রের খবর, একটি সরকারি সংস্থাকে দিয়েই ক্যাম্পাসে ১০ জায়গায় লাগানো হবে সিসিটিভি। খরচ, প্রায় ৩৭ লক্ষ টাকা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার বা ওএটি-তে মদের বোতলের স্তুপ! এদিন জায়গাটি পরিষ্কার করতে প্রায় ৫০০ মদের বোতল উদ্ধার করেন সাফাই কর্মীরা। অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, 'এর থেকেই বোঝা যাচ্ছে কেন বসানো দরকার সিসিটিভি। আমি তো গতকালই প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছি। যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার জন্য'।  চুপ করে বসে নেই  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-ও।

আরও পড়ুন: Honeytrap: পাক 'বাবা-মেয়ে'র হানিট্র্যাপ! গুপ্তচরবৃত্তি বিহারের যুবকের, গ্রেফতার কলকাতায়

এর আগে, দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়েই পড়ুয়াদের অভিযোগ জানানোর জন্য কমিটি গঠনের নির্দেশিকার জারি করেছিল ইউজিসি। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ই সেই কমিটি তৈরি করেনি এখনও। কেন? যাদবপুরকাণ্ডের পর চিঠি পাঠিয়ে  বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দেওয়া হল, '৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই কমিটি গঠন করতে হবে। নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। নির্ধারিত সময়ে কমিটি তৈরি না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.