রাজ্যের আরও এক চিকিৎসকের প্রাণ কাড়ল করোনা

আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অর্থোপেডিক সার্জেন সুরজিৎ নন্দী। 

Updated By: Sep 20, 2020, 08:11 PM IST
রাজ্যের আরও এক চিকিৎসকের প্রাণ কাড়ল করোনা
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক সরকারি চিকিৎসকের। শনিবার বেসরকারি হাসপাতালে কোভিডের বিরুদ্ধে লড়াই থামে চিকিৎসক সুরজিৎ নন্দীর। তিনি থাকতেন হরিদেবপুরে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে অর্থোপেডিক সার্জন ছিলেন সুরজিৎবাবু। 

আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অর্থোপেডিক সার্জেন সুরজিৎ নন্দী। হাসপাতাল সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় ৩ সপ্তাহ ধরে তিনি কোভিডের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। জানা গিয়েছে, অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হওয়ার একদিন আগে পর্যন্ত হাসপাতালে রোগীদের চিকিৎসায় ফাঁকি দেননি সুরজিৎ নন্দী। নিজের দায়িত্বের প্রতি অবিচল ছিলেন।  

গত ২৪ ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে ৯২,৬০৫ জন করোনা আক্রান্তের। মৃতের সংখ্যা ১১৩৩। দেশের ৭টি রাজ্যে এখনও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও এক দফায় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির পর্যালোচনা করবেন তিনি।  

আরও পড়ুন- গত ২০ দিনে পূর্ব লাদাখের নতুন ৬টি শৃঙ্গের নিয়ন্ত্রণে ভারতীয় সেনা

     

.