শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুগলি জেলা কমিটির সদস্য অনিল বসুকে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম। রবিবার এক লিখিত বিবৃতিতে সিপিআইএম-এর তরফে একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য কমিটির সুপারিশ মেনে অনিল বসুকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটি।
সেইসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, অনিল বসুর বিরুদ্ধে পাওয়া একাধিক অভিযোগ খতিয়ে দেখতে মদন ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিশন গঠিত হয়। কমিশনের সুপারিশে এপ্রিল মাসের ২৯ তারিখ অনিল বসুকে দল থেকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়।
শাস্তিপ্রাপ্ত অবস্থাতেই তিনি মে মাসের ৪ তারিখ সাংবাদিক সম্মেলন ডেকে, দলের শৃঙ্খলাবিরোধী কাজ করেন। তার জন্যই শেষ পর্যন্ত হুগলির ওই সিপিআইএম নেতাকে বহিষ্কার করল দল।

English Title: 
Anil Basu expelled from party
Home Title: 

দল থেকে বহিষ্কৃত অনিল বসু

No
6130
Is Blog?: 
No