গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে AMRI-তে তাণ্ডব, হাসপাতালে ভাঙচুর

Updated By: Oct 4, 2017, 03:45 PM IST
গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে AMRI-তে তাণ্ডব, হাসপাতালে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদন: মৃত কিশোরীকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়নোর অভিযোগ। ঢাকুরিয়া AMRI-তে কার্যত তাণ্ডব চালান রোগীর পরিজনেরা। ঘটনায় গ্রেফতার ৪। তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- মন্ত্রীর সুপারিশ সত্বেও বেসরকারি হাসপাতালে রোগী রেফার এসএসকেএম-এর 

২৭শে সেপ্টেম্বর AMRI-তে ভর্তি করা হয় ডেঙ্গি আক্রান্ত গুলনার খানকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁক ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে কিশোরী গুলনারের মৃত্যু হয়। এরপরেই ক্ষোভে ফেটে পরে রোগীর পরিজনরা। শুরু হয় ভাঙচুর।  ICU-তে ঢুকে স্ট্রেচার ছুড়ে ফেলা হয় বলেও অভিযোগ।  দশমীতেও এদের বিরুদ্ধে আগেও অভিযোগ জানিয়েছিল কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার AMRI-র। সকাল থেকে ফের স্বাভাবিক হয়েছে পরিষেবা। তাও আতঙ্ক কাটছে না। 

.