Mamata Banerjee: মুম্বইয়ে মমতাকে আমন্ত্রণ অমিতাভ বচ্চনের...

বছর ঘুরলেই লোকসভা ভোট! ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ফের বৈঠকে বসছে I,N.D.I.A জোট। সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূল নেত্রী।

Updated By: Aug 26, 2023, 09:21 PM IST
Mamata Banerjee: মুম্বইয়ে মমতাকে আমন্ত্রণ অমিতাভ বচ্চনের...

সুতপা সেন: মুম্বই সফরে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ৩০ অগাস্ট বিগ-বির বাড়িতে যাবেন তিনি। নবান্ন সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন: আত্মহত্যার ২০ ঘণ্টা পর হাসপাতালেই উদ্ধার প্রসূতির দেহ! কড়া পদক্ষেপ মানবাধিকার কমিশনের

বছর ঘুরলেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে  I.N.D.I.A। মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। পটনা, বেঙ্গালুরু পর এবার বৈঠক হবে মুম্বইয়ে। কবে? ১ সেপ্টেম্বর। ৩০ অগাস্ট মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন ৩১ অগাস্ট শরদ পাওয়ারের বাড়িতে চা-চক্রেও যোগ দেবেন তিনি।

এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বিগ-বি ও জয়া বচ্চনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। গত বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন 'বাংলার জামাই' বলে। তাঁর মুখে শোনা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের কথা। 

আরও পড়ুন: Leaps and Bounds: লিপস অ্যান্ড বাউন্সসের অফিসে লালবাজারের কর্তারা, বাজেয়াপ্ত কম্পিউটার

যিনি রাজনৈতিক বিতর্ক থেকে নিজেকে সর্বদা দূরে রাখেন, সেই অমিতাভ বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, 'আমি নিশ্চিত মঞ্চে উপস্থিত আমার সহকর্মীরা নাগরিক স্বাধীনতা এবং 'মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন উঠছে সেবিষয়ে একমত হবেন'। সেই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় নেতারা। .

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.