Amit Shah: টার্গেট বাংলা, লোকসভা ভোটের আগে নির্বাচনী কমিটি বেছে দিলেন শাহ...

বছর শেষে ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে জেপি নাড্ডাও। কলকাতায় দিনভর একগুচ্ছ কর্মসূচি।

Updated By: Dec 26, 2023, 04:51 PM IST
Amit Shah: টার্গেট বাংলা, লোকসভা ভোটের আগে নির্বাচনী কমিটি বেছে দিলেন শাহ...

মৌমিতা চক্রবর্তী: টার্গেট ২০২৪। বঙ্গ সফরে এসে এবার বিজেপির ১৫ জনের নির্বাচনী কমিটি বেছে নিলেন অমিত শাহ। কারা থাকছে সেই কমিটি? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহা। সঙ্গে অমিত মালব্য়, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ, আশা লকড়া, জ্যোর্তিময় মাহাত ও দীপক বর্মনও। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Dilip Ghosh: 'টার্গেট একটু বেশি-ই বেঁধে দেন, বিমুখ করবে না বাংলা!'

ব্য়বধান একমাসের। প্রতিবছর একুশে জুলাই ধর্মতলায় যেখানে সভা করে তৃণমূল করে, সেখানেই সভা করেছিল বিজেপি। কবে? ২৯ নভেম্বর। স্রেফ সেই সভায় যোগ দেওয়াই নয়, চব্বিশে লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫ আসনের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। রণকৌশল কী হবে? বছর শেষ হওয়ার আগেই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

গতকাল, সোমবার ছিল বড়দিন। গভীর রাতে কলকাতা পৌঁছন শাহ, নাড্ডা। এদিন সকালে প্রথমে এমজি রোডের বরা শিখ সঙ্গত গুরুদ্বারে যান দু'জনে। এরপর কালীঘাট মন্দিরে। দুপুরে নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি। বৈঠকে ছিলেন ১৫ জন। 

সূত্রের খবর, ওই ১৫ জনকে নিয়েই নির্বাচনী কমিটি গড়ে দিয়েছেন অমিত শাহ। লোকসভা ভোটে প্রার্থী হিসেবে ২০ বিধায়ক নাম নিয়েও আলোচনা হয়েছে। শেষপর্যন্ত যদি বিধায়করা টিকিট পান, তাহলে বাদ পড়তে বর্তমান কয়েকজন সাংসদের নাম। অমিত শাহ যা নির্দেশ, সেই নির্দেশ নিয়ে আলোচনা করতে আগামিকাল, বুধবার  বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি।

আরও পড়ুন:  Ration Dealers Strike: নতুন বছরেই লাগাতার ধর্মঘটে রেশন ডিলাররা! রাজ্যে বিপদে সাড়ে তিন কোটি মানুষ

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'কমিটি কেন করতে হচ্ছে? তার মানে কি রাজ্য কমিটি নেই?  রাজ্য় কমিটি আছে। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে সুকান্ত-বিজেপি, শুভেন্দু-বিজেপি, দিলীপ-বিজেপি, পুরনো বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি নানারকমভাবে ভাগ। তারমধ্যে অনুপম হাজরা বিজেপি নতুন করে তৈরি হয়েছে। সেই সবাইকে একজায়গায় জড়ো করার আপ্রাণ চেষ্টা করছেন বলেই বোধহয় এই কমিটি। স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন যে, ২০০ পার হয়নি, এবার ৩৫টা আসন সেখানে দুটো আসনও পাবেন কিনা, সন্দেহ'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.