সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? কারণ জানালেন দিলীপ

অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের কাছে খবর নেই, উনি যদি যান ব্যক্তিগত ভাবে যাবেন। সমাজের কী কী প্রয়োজন সেটা জানতেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা, দলের এটাই পরম্পরা।"   

Updated By: May 6, 2022, 11:49 AM IST
সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? কারণ জানালেন দিলীপ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। জানা যাচ্ছে, তার পরেই বেহালার বীরেন রায় রোডে সৌরভের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। নৈশভোজে 'প্রিন্স অফ ক্যালকাটার' বেহালার বাড়ি যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে রাজনৈতিক রঙ-ও লেগেছে৷ 

যদিও অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের কাছে খবর নেই, উনি যদি যান ব্যক্তিগত ভাবে যাবেন। সমাজের কী কী প্রয়োজন সেটা জানতেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা, দলের এটাই পরম্পরা।"   

একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুই দিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। তাঁর সফরসূচির প্রায় সবটাই জানা ছিল আগে থেকে। তবে বৃহস্পতিবারই তাঁর সফর সূচিতে এসেছে পরিবর্তন। হরিদাসপুরে বিএসএফের অনুষ্ঠানে তখন অমিত শাহ। ঠিক সেই সময়ে খবর পাওয়া যায় যে, শুক্রবার সন্ধেবেলা নাকি তিনি যাবেন বেহালার বীরেন রায় রোডে মহারাজের বাড়ি। সেখানে নাকি থাকবে মহারাজকীয় নৈশভোজের ব্যবস্থা। 

বিজেপি-র শীর্ষ নেতার বেহালা সফর নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”সৌরভকে বলো রসগোল্লা, দই কিনে দিতে। বাংলার এই জিনিসগুলো ভাল।”

অন্যদিকে, অমিত শাহের উত্তরবঙ্গ সফর নিয়ে তৃণমূলের জবাবের পাল্টা দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। দিলীপের কথায়, "উত্তরবঙ্গে নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, কাল সেটাই আবার দেখা গেছে। দক্ষিণবঙ্গে অত্যাচার অনেক বেশি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ আগেও এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা গোটা বাংলার সার্বিক উন্নয়ন করতে চাই। যারা উন্নয়ন মডেল বোঝেন না তারাই বিচ্ছিন্নতাবাদী বলেন।"

আরও পড়ুন, 'মমতা চান বাংলার সবাই অশিক্ষিত হোন', স্কুলের নয়া নির্দেশিকা নিয়ে কটাক্ষ দিলীপের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.