'মমতা চান বাংলার সবাই অশিক্ষিত হোন', স্কুলের নয়া নির্দেশিকা নিয়ে কটাক্ষ দিলীপের

দক্ষিণবঙ্গ যখন দাবদাহে নাজেহাল সেই সময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন সরকারি বেসরকারি সব স্কুল বন্ধের। সম্প্রতি বেসরকারি স্কুলগুলি তা মানায় বৃহস্পতিবার জারি হয়েছে কড়া নির্দেশিকা। যা নিয়েই এবার কটাক্ষ ছুঁড়লেন দিলীপ ঘোষ। 

Updated By: May 6, 2022, 11:08 AM IST
'মমতা চান বাংলার সবাই অশিক্ষিত হোন', স্কুলের নয়া নির্দেশিকা নিয়ে কটাক্ষ দিলীপের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: লকডাউন পরবর্তী সময়ে স্কুল খোলা নিয়ে বারংবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল শাসক শিবিরকে। এরপর দক্ষিণবঙ্গ যখন দাবদাহে নাজেহাল সেই সময়ই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন সরকারি বেসরকারি সব স্কুল বন্ধের। সম্প্রতি বেসরকারি স্কুলগুলি তা মানায় বৃহস্পতিবার জারি হয়েছে কড়া নির্দেশিকা। যা নিয়েই এবার কটাক্ষ ছুঁড়লেন দিলীপ ঘোষ। 

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি স্কুলে ছুটি প্রসঙ্গে দিলীপ বলেন, " উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) শিক্ষাব্যবস্থা চালাতে পারছেন না। যারা চালাচ্ছে উনি তাদেরও চালাতে দিচ্ছেন না। উনি চাইছেন বাংলার সবাই অশিক্ষিত হোন। যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের পড়ান। যারা দু'বছর বেতন দিয়েছেন স্কুলে, সেখানে বন্ধ করার কোনও কারণই নেই।"

প্রসঙ্গত, শুক্রবার থেকেই সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। কলকাতার বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের এমনটাই জানিয়ে দিয়েছে সরকার। সূত্রের খবর, 'সরকারি নির্দেশিকার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? রাজ্য সরকারের এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে।

সরকারি স্কুলগুলিতে গত ২ মে থেকে গরমের ছুটি পড়ে গিয়েছে। সরকারি স্কুল পুরোপুরি বন্ধ থাকলেও বেসরকারি স্কুলে অফলাইনে ক্লাস চালু নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই শিক্ষা দফতরের তরফে বেসরকারি স্কুলগুলিকে রাজ্যের সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।

বেসরকারি স্কুলগুলির মধ্যে অধিকাংশই অফলাইন মোডে ক্লাস চালু রেখেছে। এতেই আপত্তি রাজ্যের। বৃহস্পতিবারই শিক্ষা দফতরের তরফে বেসরকারি স্কুলগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। সেই কারণেই বেসরকারি স্কুলগুলিতে আজ থেকেই অফলাইন ক্লাস বন্ধ রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন, Amit Shah: কাশীপুরে বিজেপি নেতা 'খুন', ঘটনাস্থলে যেতে পারেন অমিত শাহ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.