রাজ্য বাজেটের মুখে `অমিত সঙ্কট`

চলতি আর্থিক বছরে ২৭ হাজার ৬৯০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। গতবারের তুলনায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা বেশি। কিন্তু অর্থমন্ত্রকসূত্রের খবর, এই লক্ষ্যের অনেকটাই দূরে আটকে যেতে হচ্ছে অর্থমন্ত্রীকে। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান অনেকটাই বেড়ে গেছে। তাই এবারের বাজেটে রাজস্ব আদায় বাড়ানো অর্থমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ।

Updated By: Mar 21, 2012, 07:19 PM IST

চলতি আর্থিক বছরে ২৭ হাজার ৬৯০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। গতবারের তুলনায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা বেশি। কিন্তু অর্থমন্ত্রকসূত্রের খবর, এই লক্ষ্যের অনেকটাই দূরে আটকে যেতে হচ্ছে অর্থমন্ত্রীকে। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান অনেকটাই বেড়ে গেছে। তাই এবারের বাজেটে রাজস্ব আদায় বাড়ানো অর্থমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ।
কোষাগারে টাকা নেই। রাজ্য চালাতে হিমশিম অবস্থা সরকারের। বাজার থেকে নেওয়া ঋণের ওপর অনেকটাই ভরসা করতে হচ্ছে অর্থমন্ত্রীকে। এইঅবস্থায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে অর্থমন্ত্রীর ব্যর্থতা সংকট আরও বাড়িয়েছে। বণিক মহলের মতে তা সত্ত্বেও আগামি বাজেটে আয় বাড়াতে  অর্থমন্ত্রীর পক্ষে খুব একটা কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। অন্যদিকে রাজস্ব আদায় বাড়াতে অর্থমন্ত্রী  আবগারি শুল্ককেই  আবার হাতিয়ার করতে চলেছেন বলে আশঙ্কা মদপ্রস্তুতকারক সংস্থাগুলির।
তবে বণিকমহলের মতে শিল্পায়ণের বিকাশ না ঘটলে রাজস্ব আদায় বৃদ্ধির সমস্যার সমাধান সম্ভব নয়।
২৩ তারিখ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী। আয় বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এই দুইয়ের মধ্যে বাজেটে অর্থমন্ত্রী কীভাবে ভারসাম্য আনেন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল।

.