পার্কস্ট্রিটের কাছে নতুন আমেরিকা!

পার্কস্ট্রিটের কাছে নতুন আমেরিকা আছে। হেঁয়ালি লাগছে? হ্যাঁ, তার কারণ, ইউ এসের একটি পুরনো চিকেন স্ন্যাকসের আউটলেট এবার কলকাতায়। আমেরিকার নতুন প্রেসিডেন্ট আর কলকাতায় নতুন আমেরিকান চিকেন। সাজানো পুরনো বহুল প্রচলিত ইউ এসের একটি ব্র্যান্ডেরই সমসাময়িক এই চিকেনের চিকেন পদ। কিন্তু এ শহর এতদিন বঞ্চিত ছিল সে স্বাদে। এবার আর কোনও বাধা থাকলো না, সেই স্বাদ পেতে।

Updated By: Dec 2, 2016, 08:58 AM IST
পার্কস্ট্রিটের কাছে নতুন আমেরিকা!

ওয়েব ডেস্ক: পার্কস্ট্রিটের কাছে নতুন আমেরিকা আছে। হেঁয়ালি লাগছে? হ্যাঁ, তার কারণ, ইউ এসের একটি পুরনো চিকেন স্ন্যাকসের আউটলেট এবার কলকাতায়। আমেরিকার নতুন প্রেসিডেন্ট আর কলকাতায় নতুন আমেরিকান চিকেন। সাজানো পুরনো বহুল প্রচলিত ইউ এসের একটি ব্র্যান্ডেরই সমসাময়িক এই চিকেনের চিকেন পদ। কিন্তু এ শহর এতদিন বঞ্চিত ছিল সে স্বাদে। এবার আর কোনও বাধা থাকলো না, সেই স্বাদ পেতে।

আরও পড়ুন সেনা বিতর্কে টুইটে তরজা ইস্টার্ন কমান্ড ও কলকাতা পুলিসের

বার্গারে লাল সবুজ মাখামাখি।বিদেশের স্বাদে দেশি টাচ দেওয়া হয়েছে। চাট মশলার স্টাইলে ফ্রেঞ্চফ্রাই। দুই ওয়েলকাম ড্রিংকের নাম চুলবুল আর বুলবুল।এবার এক কামড়েই নতুন আমেরিকা।

আরও পড়ুন  দাম বাড়ল রান্নার গ্যাসের!

.