ফের ধাক্কা খেলেন রাজীব কুমার, আগাম জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত

খারিজ আগাম জামিনের আবেদন। 

Updated By: Sep 21, 2019, 09:53 PM IST
ফের ধাক্কা খেলেন রাজীব কুমার, আগাম জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত

নিজস্ব প্রতিবেদন: আলিপুর আদালতেও ধাক্কা খেলেন রাজীব কুমার। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করলেন বিচারক। বৃহস্পতিবারই নিম্ন আদালত জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। আজকের রায়ের পর তাই মহাসঙ্কটে প্রাক্তন নগরপাল। 

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ। আজ আলিপুর আদালতের বিচারক সুজয় সেনগুপ্ত গোয়েন্দাপ্রধানের আবেদন খারিজ করে দেন। বৃহস্পতিবারই নিম্ন আদালত জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। আজকের রায়ের পর তাই মহাসঙ্কটে প্রাক্তন নগরপাল। 

রাজীব কুমারের আগাম জামিনের বিরোধিতায় গোড়া থেকেই কোমর বেঁধে নামেন সিবিআই আইনজীবী। সিবিআই এর আইনজীবী বলেন, সারদার মূল অফিস ছিল বিধাননগরে। রাজীব কুমার ছিলেন বিধাননগরের কমিশনার। রাজীবের নাকের ডগাতেই এতবড় প্রতারণা হয়। সমস্তকিছু জানতেন রাজীব কুমার প্রভাবশালীদের আড়ালের চেষ্টা করছেন প্রাক্তন নগরপাল। এমনকি সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন, তদন্তে বিধাননগর পুলিস কোনও সহযোগিতা করেনি। দেবযানীর দুটি ডায়েরি দেওয়া হয়নি। বারবার নোটিস দিলেও রাজীব আসছেন না।

সিবিআইয়ের দাবি খারিজ করে রাজীব কুমারের আইনজীবী বলেন, ''সিবিআই কুমীরছানা দেখাচ্ছে। চার্জশিটে রাজীবের নাম নেই। লাল ডায়েরি মিডিয়ার গল্প। সারদা কর্মীর ডায়েরি উদ্ধার হয়েছে। আমিনারার ডায়েরি সিবিআইকে জমা দেওয়া হয়েছে।

সওয়াল-জবাব শেষে রাজীবের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। 

আরও পড়ুন- দেবাঞ্জন ক্ষমা চাননি, ভালো মানুষ সাজার চেষ্টা করছেন বাবুল: অতিবাম সংগঠন ইউএসডিএফ

.