'আক্রান্ত আমরা'-র নবান্ন অভিযান আটকে দিল পুলিস

'আক্রান্ত আমরা'-র নবান্ন অভিযান আটকে দিল পুলিস। আজ সকালে বঙ্কিম সেতুর নীচে জড়ো হন সংগঠনের সদস্যরা। নবান্নর দিকে রওনা দেন তাঁরা। কোনও কারণ না দেখিয়ে একটু দূরে বঙ্গবাসী মোড়েই তাঁদের আটকে দেয় পুলিস। বাধা পেয়ে সেখানেই পথসভা করেন আক্রান্ত আমরার সদস্যরা। ছিলেন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী,হৃ দয় ঘোষ, প্রতিমা দত্তরা। গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তাঁরা।    

Updated By: Apr 9, 2015, 02:11 PM IST

ওয়েব ডেস্ক: 'আক্রান্ত আমরা'-র নবান্ন অভিযান আটকে দিল পুলিস। আজ সকালে বঙ্কিম সেতুর নীচে জড়ো হন সংগঠনের সদস্যরা। নবান্নর দিকে রওনা দেন তাঁরা। কোনও কারণ না দেখিয়ে একটু দূরে বঙ্গবাসী মোড়েই তাঁদের আটকে দেয় পুলিস। বাধা পেয়ে সেখানেই পথসভা করেন আক্রান্ত আমরার সদস্যরা। ছিলেন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী,হৃ দয় ঘোষ, প্রতিমা দত্তরা। গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তাঁরা।    

এদিকে, ফের আক্রান্ত বাম প্রার্থী। এবার শিলিগুড়িতে। দশ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীর প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠল। আজ প্রার্থী কমল আগর ওয়ালের অফিসে তলোয়ার হাতে ঢুকে পরে এক ব্যক্তি। বাধা দিতে গেলে জখম হন তিন জন।  পরে পুলিস এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।  পরিকল্পা করেই হামলা চালনো হয়েছে বলে অভিযোগ তুলেছে বামেরা। তৃণমূলের দাবি, গোটা ঘটনায় তাঁদের কেউ জড়িত নয়।

.