রেড রোডে ফের শুরু হল সেনা মহড়া
দু-দিন বন্ধ থাকার পর, রেড রোডে ফের শুরু হল সেনা মহড়া। বুধবার ভোরে কুচকাওয়াজ চলাকালীন এয়ারম্যান অভিমন্যু গওরের মৃত্যুতে থমকে যায় সবকিছু। রাজ্য এখনও তোলপাড় এই ঘটনা ঘিরে। সেদিনও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির মহড়া চলছিল। কাকভোরে কুচকাওয়াজে ব্যস্ত ছিলেন সেনা জওয়ানরা। তখনই আচমকা বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় লুটিয়ে পড়েন বায়ুসেনা কর্মী অভিমন্যু গওর। কী হল, কী করে হল বুঝে ওঠার আগেই সব শেষ। সেই ধাক্কা কাটিয়ে আজ ফের মহড়া শুরু করল সেনা। পুলিসি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। রাস্তার একাধিক জায়গা শুধু ব্যারিকেড করে ঘিরে দেওয়াই নয়, পুলিস কর্মীরাও ছিলেন সতর্ক পাহারায়। তবু যেন বারবার ফিরে এল সেই পুরনো স্মৃতি।
ওয়েব ডেস্ক: দু-দিন বন্ধ থাকার পর, রেড রোডে ফের শুরু হল সেনা মহড়া। বুধবার ভোরে কুচকাওয়াজ চলাকালীন এয়ারম্যান অভিমন্যু গওরের মৃত্যুতে থমকে যায় সবকিছু। রাজ্য এখনও তোলপাড় এই ঘটনা ঘিরে। সেদিনও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির মহড়া চলছিল। কাকভোরে কুচকাওয়াজে ব্যস্ত ছিলেন সেনা জওয়ানরা। তখনই আচমকা বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় লুটিয়ে পড়েন বায়ুসেনা কর্মী অভিমন্যু গওর। কী হল, কী করে হল বুঝে ওঠার আগেই সব শেষ। সেই ধাক্কা কাটিয়ে আজ ফের মহড়া শুরু করল সেনা। পুলিসি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। রাস্তার একাধিক জায়গা শুধু ব্যারিকেড করে ঘিরে দেওয়াই নয়, পুলিস কর্মীরাও ছিলেন সতর্ক পাহারায়। তবু যেন বারবার ফিরে এল সেই পুরনো স্মৃতি।