রেড রোড কাণ্ডেও কি এবার পার্ক স্ট্রিটের ছায়া?
রেড রোড কাণ্ডেও কি এবার পার্ক স্ট্রিটের ছায়া? উঠতে শুরু করেছে এই প্রশ্ন। পুলিস সূত্রে খবর, সোহরাব পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এক পুলিসকর্তার। ঘটনার পর তিনিই সপরিবারে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে খবর। এবং সেইমতোই গা ঢাকা দিয়েছে সোহরাব পরিবার। এর আগে পার্ক স্ট্রিট কাণ্ডেও মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে পুলিসের ওপরমহলের একাংশের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। চার বছরে বারবার জাল কেটে বেরিয়ে গেছে কাদের। কার মদতে? কিছুদিন আগে পার্কস্ট্রিট মামলার রায় ঘোষণার সময়ে এই বিতর্ক উস্কে দেন খোদ মামলার সরকারি আইনজীবীও। এবার রেড রোড কাণ্ডেও কি অভিযুক্তদের পালাতে সাহায্য করছে পুলিসই? এখনও কেন ধরা গেল না একজনকেও? পুলিস-প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে উঠছে এমন একাধিক প্রশ্ন।
ওয়েব ডেস্ক: রেড রোড কাণ্ডেও কি এবার পার্ক স্ট্রিটের ছায়া? উঠতে শুরু করেছে এই প্রশ্ন। পুলিস সূত্রে খবর, সোহরাব পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এক পুলিসকর্তার। ঘটনার পর তিনিই সপরিবারে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে খবর। এবং সেইমতোই গা ঢাকা দিয়েছে সোহরাব পরিবার। এর আগে পার্ক স্ট্রিট কাণ্ডেও মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে পুলিসের ওপরমহলের একাংশের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। চার বছরে বারবার জাল কেটে বেরিয়ে গেছে কাদের। কার মদতে? কিছুদিন আগে পার্কস্ট্রিট মামলার রায় ঘোষণার সময়ে এই বিতর্ক উস্কে দেন খোদ মামলার সরকারি আইনজীবীও। এবার রেড রোড কাণ্ডেও কি অভিযুক্তদের পালাতে সাহায্য করছে পুলিসই? এখনও কেন ধরা গেল না একজনকেও? পুলিস-প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে উঠছে এমন একাধিক প্রশ্ন।