আজ বিক্ষোভে পরিবহণ শ্রমিকরা
আপাতত ধর্মঘটের পথ থেকে সরে এলেও আন্দোলনের পথ থেকে সরছে না পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার সকালে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেবে ডান-বাম সবকটি শ্রমিক সংগঠন।
আপাতত ধর্মঘটের পথ থেকে সরে এলেও আন্দোলনের পথ থেকে সরছে না পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার সকালে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেবে ডান-বাম সবকটি শ্রমিক সংগঠন। পরিবহণ শিল্পে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা, কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়া, পেনশন কার্যত বন্ধ হয়ে যাওয়া, এক্সগ্রাসিয়া এবং গ্র্যাচুইটি না পাওয়ার প্রতিবাদেই এই সমাবেশ।
সব মিলিয়ে ১৫ দফা দাবিতে সমাবেশের পাশাপাশি আজ থেকে রিলে অনশনও করবেন পরিবহণ শ্রমিকরা। পরে সন্ধ্যায় রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে স্মারকলিপি জমা দেওয়ারও কর্মসূচি রয়েছে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে। সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি-সহ সবকটি শ্রমিক সংগঠনই বিক্ষোভ সমাবেশে অংশ নেবে বলে জানা গেছে।